Connect with us

জাতীয়

হজযাত্রীদের সৌদি আরবে এয়ারপোর্ট থেকে লাগেজ আটক করা হচ্ছে

Published

on

হজযাত্রীদের সংগৃহীত ছবি

হজ ফ্লাইটে বিড়ি, সিগারেট, তামাকপাতা, গুল, জর্দা, চুন, শুঁটকিসহ অননুমোদিত মালামাল থাকার কারণে সৌদি আরবে এয়ারপোর্ট কর্তৃপক্ষ থেকে লাগেজ আটক করা হচ্ছে। এসব মাল বহন না করার বিষয়ে হজযাত্রীদের সতর্ক করার জন্য অনুরোধ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (৭ মে) এ বিষয়ে সতর্ক করে হজ এজেন্সি মালিকদের কাছে চিঠি দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, হজ এজেন্সির মাধ্যমে গমন করা হজযাত্রীর লাগেজে অননুমোদিত মালামাল (বিড়ি, সিগারেট, তামাকপাতা, গুল, জর্দা, চুন, শুঁটকি ইত্যাদি) এবং অপ্রয়োজনীয় দ্রব্যাদি থাকার কারণে সৌদি আরবে এয়ারপোর্ট কর্তৃপক্ষ থেকে লাগেজ আটক করা হচ্ছে বলে সহকারী মৌসুমি হজ অফিসার জানিয়েছেন।

এতে করে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সৌদি কর্তৃপক্ষের কাছে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন।

এ বিষয়ে ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৫’-এর অনুচ্ছেদে ১০(৯)-এ নির্দেশনা রয়েছে— ‘সৌদি সরকারের আইন অনুযায়ী হজযাত্রীর লাগেজে নেশাজাতীয় ওষুধ, তামাকপাতা, জর্দা, গুল, শুঁটকি, গুড়, রান্না করা খাবার, পচনশীল দ্রব্যাদি (ফলমূল, পান, সুপারি) ইত্যাদি পরিবহন করা নিষিদ্ধ। হজযাত্রীরা এসব পণ্য লাগেজে পরিবহন থেকে বিরত থাকবেন বলে চিঠিতে অনুরোধ জানানো হয়।

এ অবস্থায় হজ ফ্লাইটে অননুমোদিত দ্রব্য বা মালামাল বহন না করার বিষয়ে হজযাত্রীদের সতর্ক করার জন্য অনুরোধ করা হলো বলেও চিঠিতে উল্লেখ ছিল।

Share

হজ ফ্লাইটে বিড়ি, সিগারেট, তামাকপাতা, গুল, জর্দা, চুন, শুঁটকিসহ অননুমোদিত মালামাল থাকার কারণে সৌদি আরবে এয়ারপোর্ট কর্তৃপক্ষ থেকে লাগেজ আটক করা হচ্ছে। এসব মাল বহন না করার বিষয়ে হজযাত্রীদের সতর্ক করার জন্য অনুরোধ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (৭ মে) এ বিষয়ে সতর্ক করে হজ এজেন্সি মালিকদের কাছে চিঠি দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়, হজ এজেন্সির মাধ্যমে গমন করা হজযাত্রীর লাগেজে অননুমোদিত মালামাল (বিড়ি, সিগারেট, তামাকপাতা, গুল, জর্দা, চুন, শুঁটকি ইত্যাদি) এবং অপ্রয়োজনীয় দ্রব্যাদি থাকার কারণে সৌদি আরবে এয়ারপোর্ট কর্তৃপক্ষ থেকে লাগেজ আটক করা হচ্ছে বলে সহকারী মৌসুমি হজ অফিসার জানিয়েছেন।

এতে করে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সৌদি কর্তৃপক্ষের কাছে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন।

এ বিষয়ে ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৫’-এর অনুচ্ছেদে ১০(৯)-এ নির্দেশনা রয়েছে— ‘সৌদি সরকারের আইন অনুযায়ী হজযাত্রীর লাগেজে নেশাজাতীয় ওষুধ, তামাকপাতা, জর্দা, গুল, শুঁটকি, গুড়, রান্না করা খাবার, পচনশীল দ্রব্যাদি (ফলমূল, পান, সুপারি) ইত্যাদি পরিবহন করা নিষিদ্ধ। হজযাত্রীরা এসব পণ্য লাগেজে পরিবহন থেকে বিরত থাকবেন বলে চিঠিতে অনুরোধ জানানো হয়।

এ অবস্থায় হজ ফ্লাইটে অননুমোদিত দ্রব্য বা মালামাল বহন না করার বিষয়ে হজযাত্রীদের সতর্ক করার জন্য অনুরোধ করা হলো বলেও চিঠিতে উল্লেখ ছিল।

Share