Connect with us

আন্তর্জাতিক

সীমান্তে ভারতের ড্রোন গুলি করে নামাল পাকিস্তান

Published

on

সংগৃহীত ছবি

আজাদ কাশ্মীরের কোটলিতে আরও একটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি’র এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন। 

প্রতিবেদনে বলা হয়, ‘এর আগে, বার্নালা এবং শকরগড় সেক্টরেও ভারতীয় ড্রোনগুলো গুলি করে ভূপাতিত করা হয়েছে।’ পাকিস্তান সেনাবাহিনী শত্রুর প্রতিটি আগ্রাসনের ‘পূর্ণ জবাব’ দিচ্ছে বলেও উল্লেখ করা হয়। 

এর আগে, পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

জিও নিউজের সাথে আলাপকালে আসিফ বলেন, পাকিস্তান তাদের প্রতিশোধমূলক পদক্ষেপে শীর্ষস্থান অর্জন করেছে এবং ভারতীয় বাহিনীর আক্রমণের তীব্র ও নির্ভুল জবাব দিয়েছে।

পাকিস্তানি সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ়ভাবে কাজ করছে বলেও জানান তিনি। 

তার আগে পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সামা টিভির অনলাইনে দাবি করা হয়েছিল, দুই দেশের মধ্যকার চরম উত্তেজনার মধ্যে ভারতীয় বিমান বাহিনীর তিনটি যুদ্ধবিমান এবং একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। 

Share

আজাদ কাশ্মীরের কোটলিতে আরও একটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি’র এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন। 

প্রতিবেদনে বলা হয়, ‘এর আগে, বার্নালা এবং শকরগড় সেক্টরেও ভারতীয় ড্রোনগুলো গুলি করে ভূপাতিত করা হয়েছে।’ পাকিস্তান সেনাবাহিনী শত্রুর প্রতিটি আগ্রাসনের ‘পূর্ণ জবাব’ দিচ্ছে বলেও উল্লেখ করা হয়। 

এর আগে, পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

জিও নিউজের সাথে আলাপকালে আসিফ বলেন, পাকিস্তান তাদের প্রতিশোধমূলক পদক্ষেপে শীর্ষস্থান অর্জন করেছে এবং ভারতীয় বাহিনীর আক্রমণের তীব্র ও নির্ভুল জবাব দিয়েছে।

পাকিস্তানি সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ়ভাবে কাজ করছে বলেও জানান তিনি। 

তার আগে পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সামা টিভির অনলাইনে দাবি করা হয়েছিল, দুই দেশের মধ্যকার চরম উত্তেজনার মধ্যে ভারতীয় বিমান বাহিনীর তিনটি যুদ্ধবিমান এবং একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। 

Share