Connect with us

বাংলাদেশ

মসজিদের টাকা আত্মসাতে অভিযোগে আ. লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন

Published

on

সংগৃহীত ছবি
মাদারীপুরে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মসজিদ  কমিটির সভাপতি আবদুল লতিফ মুন্সীর বিচারের দাবীতে মানববন্ধন করেছে সমজিদের মুসল্লী ও এলাকাবাসী।
শুক্রবার (২ মে) বাদ জুমা মাদারীপুরের শিবচরে চান্দেরচর বাজার জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ শুরু

এ সময় বক্তারা বলেন, গত কয়েক বছর মসজিদের নিচ তলার বেশ কয়েকটি দোকানসহ মসজিদ পরিচালনার সকল কর্মকাণ্ড পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয় আবদুল লতিফ মুন্সীসহ অন্যান্যদের। কমিটির সভাপতি হিসেবে ছিলেন আবদুল লতিফ মুন্সী।

এ সময় মসজিদের বিভিন্ন উন্নয়নের জন্য স্থানীয় জনগণ ও বিভিন্ন অনুদানের মাধ্যমে প্রায় দুই কোটি টাকা সংগ্রহ করা হয়। এছাড়াও মসজিদের নিচতলায় কয়েটি দোকান বরাদ্ধ বাবদ ৭-৮ লাখ টাকা করে নেন এই কমিটি। এই দোকান ভড়াও নেন তারা। এ টাকা দিয়ে মসজিদের উন্নয়ন না করেই আত্মসাত করেন মসজিদ কমিটির সভাপতি ও কমিটির অন্যান্য সদস্যরা।

বক্তারা আরো বলেন, যারা মসজিদের টাকা আত্মসাত করেন তারা মানুষ না। তাদের বিচার হওয়া দরকার। তারা দ্রুত সময়ের মধ্যে এ টাকা মসজিদের মুসল্লীদের বুঝিয়ে দিতে আহবান জানান।

Share
Continue Reading
2 Comments
মাদারীপুরে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মসজিদ  কমিটির সভাপতি আবদুল লতিফ মুন্সীর বিচারের দাবীতে মানববন্ধন করেছে সমজিদের মুসল্লী ও এলাকাবাসী।
শুক্রবার (২ মে) বাদ জুমা মাদারীপুরের শিবচরে চান্দেরচর বাজার জামে মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ শুরু

এ সময় বক্তারা বলেন, গত কয়েক বছর মসজিদের নিচ তলার বেশ কয়েকটি দোকানসহ মসজিদ পরিচালনার সকল কর্মকাণ্ড পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয় আবদুল লতিফ মুন্সীসহ অন্যান্যদের। কমিটির সভাপতি হিসেবে ছিলেন আবদুল লতিফ মুন্সী।

এ সময় মসজিদের বিভিন্ন উন্নয়নের জন্য স্থানীয় জনগণ ও বিভিন্ন অনুদানের মাধ্যমে প্রায় দুই কোটি টাকা সংগ্রহ করা হয়। এছাড়াও মসজিদের নিচতলায় কয়েটি দোকান বরাদ্ধ বাবদ ৭-৮ লাখ টাকা করে নেন এই কমিটি। এই দোকান ভড়াও নেন তারা। এ টাকা দিয়ে মসজিদের উন্নয়ন না করেই আত্মসাত করেন মসজিদ কমিটির সভাপতি ও কমিটির অন্যান্য সদস্যরা।

বক্তারা আরো বলেন, যারা মসজিদের টাকা আত্মসাত করেন তারা মানুষ না। তাদের বিচার হওয়া দরকার। তারা দ্রুত সময়ের মধ্যে এ টাকা মসজিদের মুসল্লীদের বুঝিয়ে দিতে আহবান জানান।

Share