ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহত ৩, আহত ১২ - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহত ৩, আহত ১২

Published

on

কাশ্মীর হামলার জেরে চলমান উত্তেজনার মধ্যে বুধবার প্রথম প্রহরে পাকিস্তানের ৯টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। আর এই হামলায় তাৎক্ষণিক ৩ জন নিহত ও ১২ জন আহতের হওয়ার খবর নিশ্চিত করেছে একজন পাকিস্তানি সামরিক মুখপাত্র। খবর দ্য গার্ডিয়ানের।

হামলার ব্যাপারে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, বাহাওয়ালপুরের আহমেদপুর পূর্ব কোটলি, বাগ, মুজাফফরাবাদ এবং মুরিদকে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তিনি আরও জানান, আহমদপুর পূর্ব, আমাদের কাছে একটি শিশুর শহীদ হওয়ার তথ্য পেয়েছে তারা। এছাড়াও ১২ জন আহত হয়েছে … নিহতদের মধ্যে কোটলিতে দুই বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন।

ডন পাকিস্তানের সামরিক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে আরও জানিয়েছে, ‘আমরা জানি আহমদপুরে একটি মসজিদে আঘাত হেনেছে; এর কাছাকাছি একটি বাড়িতেও ক্ষেপণাস্ত্র এসে পড়েছে … বাবা-মা এবং একটি শিশু আটকা পড়েছে এবং তাদের উদ্ধার করা হচ্ছে।’

হামলার বিষয়ে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, কোটলি, ভাওয়ালপুর ও মুজাফ্ফরাবাদে ‘কাপুরুষোচিত’ এ হামলা চালিয়েছে ভারত।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালিয়েছে। ভারত সরকার বুধবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে নিশানা করা হয়নি।

বার্তাসংস্থা রয়টার্স একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে, পাকিস্তানের আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদের পাহাড়ি অঞ্চলের কাছে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২৬ পর্যটক নিহত হয়। এরপর থেকেই উত্তেজনা বাড়ছিল দুদেশের মধ্যে। এই হামলার জেরে বেশ কিছু চুক্তিও বাতিল করেছে দুদেশ।

Share

কাশ্মীর হামলার জেরে চলমান উত্তেজনার মধ্যে বুধবার প্রথম প্রহরে পাকিস্তানের ৯টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। আর এই হামলায় তাৎক্ষণিক ৩ জন নিহত ও ১২ জন আহতের হওয়ার খবর নিশ্চিত করেছে একজন পাকিস্তানি সামরিক মুখপাত্র। খবর দ্য গার্ডিয়ানের।

হামলার ব্যাপারে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, বাহাওয়ালপুরের আহমেদপুর পূর্ব কোটলি, বাগ, মুজাফফরাবাদ এবং মুরিদকে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তিনি আরও জানান, আহমদপুর পূর্ব, আমাদের কাছে একটি শিশুর শহীদ হওয়ার তথ্য পেয়েছে তারা। এছাড়াও ১২ জন আহত হয়েছে … নিহতদের মধ্যে কোটলিতে দুই বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন।

ডন পাকিস্তানের সামরিক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে আরও জানিয়েছে, ‘আমরা জানি আহমদপুরে একটি মসজিদে আঘাত হেনেছে; এর কাছাকাছি একটি বাড়িতেও ক্ষেপণাস্ত্র এসে পড়েছে … বাবা-মা এবং একটি শিশু আটকা পড়েছে এবং তাদের উদ্ধার করা হচ্ছে।’

হামলার বিষয়ে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, কোটলি, ভাওয়ালপুর ও মুজাফ্ফরাবাদে ‘কাপুরুষোচিত’ এ হামলা চালিয়েছে ভারত।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালিয়েছে। ভারত সরকার বুধবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে নিশানা করা হয়নি।

বার্তাসংস্থা রয়টার্স একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে, পাকিস্তানের আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদের পাহাড়ি অঞ্চলের কাছে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২৬ পর্যটক নিহত হয়। এরপর থেকেই উত্তেজনা বাড়ছিল দুদেশের মধ্যে। এই হামলার জেরে বেশ কিছু চুক্তিও বাতিল করেছে দুদেশ।

Share