আন্তর্জাতিক
ভারত যদি হামলা বন্ধ করে, আমরাও করব: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে ভারতীয় বিমান হামলার কয়েক ঘন্টা পর, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, নয়াদিল্লি যদি হামলা বন্ধ করে, তাহলে তার সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ থেকে পিছু হটবে। একটি সংবাদমাধ্যমকে এসব বলেন খাজা আসিফ।
বুধবার (৭ মে) ম্যাগাজিন দ্য উইকের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ভারতই আক্রমণ শুরু করেছে উল্লেখ করে আসিফ বলেন, ‘যদি ভারত পিছু হটতে প্রস্তুত থাকে, তাহলে আমরাও হামলা বন্ধ করব। তারাই আগে শুরু করেছে, আমরা জবাব দিয়েছি।’
খাজা আসিফ সংবাদমাধ্যম ব্লুমবার্গকে বলেন, ‘ভারত যা শুরু করেছে তা যদি থামায় , ‘তাহলে আমরাও আর হামলা করব না।’
এক সংবাদ সম্মেলনে খাজা বলেন, ‘পাকিস্তান যুদ্ধ চায় না। যদিও সেনাবাহিনী আক্রমণের জন্য প্রস্তুত, তবুও তারা যে কোনো সময় পিছু হটতেও প্রস্তুত আছে।’
প্রতিরক্ষামন্ত্রীর এই পদক্ষেপকে ভারত-পাকিস্তান উত্তেজনা এড়াতে একটি কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
বুধবার (৭ মে) ভোরে পাকিস্তানের কাশ্মীরসহ নয়টি স্থানে সামরিক হামলা শুরু করে ভারত। জবাবে পাল্টা হামলা হামলা চালায় পাকিস্তান।
ভারত দাবি করেছে, ২২ এপ্রিল পহেলগামে হামলার প্রতিশোধ নিতে তারা এই হামলা চালিয়েছে।
এদিকে, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দাবি করেছেন, ভারতের বিরুদ্ধে হামলা চালানোর গোয়েন্দা তথ্য ছিল। সেজন্য পূর্ব-সতর্কতামূলক হামলা চালানো হয়েছে।
ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর যৌথ অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালানো হয়। যাতে ২৬ জন নিহত হন। অন্যদিকে পাকিস্তানের হামলায় ১০ জনের নিহতের খবর পাওয়া গেছে।