Connect with us

অপরাধ

পাবনায় বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

Published

on

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয় ও অবিস্ফোরিত ককটেল। ছবি : সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ মে) রাত আড়াইটার দিকে উপজেলার অষ্টমনিষা বাজারে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়সংলগ্ন একটি ক্লাব ঘর ইউনিয়ন বিএনপি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এরপর নেতাকর্মীরা সেখানেই দলীয় সব কার্যক্রম চালান।

রোববার রাতে দলীয় কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটান। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করে।

অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানি না। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করছি।’

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিস্ফোরিত একটি ককটেলের অংশ এবং অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Share

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ মে) রাত আড়াইটার দিকে উপজেলার অষ্টমনিষা বাজারে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে অষ্টমনিষা উচ্চ বিদ্যালয়সংলগ্ন একটি ক্লাব ঘর ইউনিয়ন বিএনপি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছিল। এরপর নেতাকর্মীরা সেখানেই দলীয় সব কার্যক্রম চালান।

রোববার রাতে দলীয় কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটান। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করে।

অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বলেন, ‘কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানি না। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করছি।’

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিস্ফোরিত একটি ককটেলের অংশ এবং অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Share