Connect with us

অপরাধ

পল্লবীতে ডিবির অভিযানে অস্ত্রসহ দুজন গ্রেপ্তার

Published

on

রাজধানীর পল্লবী এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার রাতে পল্লবীর নিউটাউন বাজার মৎস্য আড়ত থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হুদা মামুন (৪০) ও অরিন (৩৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুরের শীর্ষ সন্ত্রাসী দুবাইপ্রবাসী মশিউর রহমান মশী গ্রুপের অন্যতম সদস্য হুদা মামুন, অরিন ও সোহেলের নেতৃত্বে একটি দল দীর্ঘদিন ধরে পল্লবী এলাকায় চাঁদাবাজিসহ মাদক কারবার করে আসছিল। ১১ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত মিল্লাত বিহারি ক্যাম্পে আধিপত্য বিস্তার, মাদক কারবারের নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে পরপর তিন দিন গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মিল্লাত বিহারি ক্যাম্পসহ আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

গুলিবর্ষণের ঘটনায় ডিবি-মিরপুর বিভাগ থানা–পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গতকাল শনিবার গভীর রাতে পল্লবী নিউটাউন বাজার মৎস্য আড়তে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গুলিবর্ষণের ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করা হয়।

ডিবি সূত্র জানিয়েছে, অরিনের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, চুরি ও মাদকের আটটি মামলা রয়েছে। আর হুদা মামুনের বিরুদ্ধে দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা চলমান। এই গ্রুপের আরেক সদস্য সোহেলকে গত শুক্রবার গ্রেপ্তার করা হয়।

Share

রাজধানীর পল্লবী এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার রাতে পল্লবীর নিউটাউন বাজার মৎস্য আড়ত থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হুদা মামুন (৪০) ও অরিন (৩৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুরের শীর্ষ সন্ত্রাসী দুবাইপ্রবাসী মশিউর রহমান মশী গ্রুপের অন্যতম সদস্য হুদা মামুন, অরিন ও সোহেলের নেতৃত্বে একটি দল দীর্ঘদিন ধরে পল্লবী এলাকায় চাঁদাবাজিসহ মাদক কারবার করে আসছিল। ১১ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত মিল্লাত বিহারি ক্যাম্পে আধিপত্য বিস্তার, মাদক কারবারের নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে পরপর তিন দিন গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মিল্লাত বিহারি ক্যাম্পসহ আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

গুলিবর্ষণের ঘটনায় ডিবি-মিরপুর বিভাগ থানা–পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গতকাল শনিবার গভীর রাতে পল্লবী নিউটাউন বাজার মৎস্য আড়তে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গুলিবর্ষণের ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি রিভলবার ও দুটি গুলি উদ্ধার করা হয়।

ডিবি সূত্র জানিয়েছে, অরিনের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, চুরি ও মাদকের আটটি মামলা রয়েছে। আর হুদা মামুনের বিরুদ্ধে দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা চলমান। এই গ্রুপের আরেক সদস্য সোহেলকে গত শুক্রবার গ্রেপ্তার করা হয়।

Share