নজর কাড়লেন নায়িকা সুবাহ - Porikroma News
Connect with us

বিনোদন

নজর কাড়লেন নায়িকা সুবাহ

Published

on

ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ। অভিনয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবে বেশ সুনাম রয়েছে তার। এবার সংগীতশিল্পী প্রমিত কুমারের গাওয়া ‘কালকে টুনির বিয়া’ শিরোনামে একটা গানের মডেল হয়েছেন সুবাহ। গানটি মুক্তি পর বেশ প্রশংসা পাচ্ছে সুবাহ। 

গানের কথা লেখার পাশাপাশি এটি সুরও করেছেন প্রমিত। ২০০৯ সালে প্রকাশ হওয়া ‘ও টুনির মা তোমার টুনি কথা শোনে না’ গানটি দিয়ে পরিচিতি পান এ শিল্পী। সেসময় গানটি  সিডি ক্যাসেট আকারে এবং ২০১৬ সালে সিএমভি মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পায় । বাংলাদেশ ও কলকাতায় জনপ্রিয় সুপারহিট অ্যালবামে পরিণত হয়েছিল। এরপর আরও অনেক গান তিনি গেয়েছেন। 

সে ধারাবাহিকতায় এবার নতুন গান প্রকাশ করলেন। এটি প্রকাশের পর থেকেই লুফে নেন শ্রোতা-দর্শক। গানের প্রশংসার পাশাপাশি মডেল হিসাবে নজর কাড়েন সুবাহ। তার উপস্থিতি গানটিকে আরও আকর্ষণীয় করে তুলে।

শাহ হুমায়রা সুবাহ বলেন, ‘আমি তো গানের মডেল হয় না। কিন্ত এই গানটা যখন আমাকে অফার করলো তখন শোনে  ভালো লেগেছে। মিউজিক ভিডিওটা সিনেমিক তাই রাজি হয়ে গিয়েছি। মুক্তির পর সবাই খুব প্রশংসা করছে, খুব ভালো লাগছে।’   

উল্লেখ্য, রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হয় সুবাহর। প্রথম সিনেমা দিয়ে দর্শকের নজর কেড়েছেন এই চিত্রনায়িকা। মুক্তির অপেক্ষায় আছে তার আরও পাঁচটি সিনেমা।

Share

ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ। অভিনয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবে বেশ সুনাম রয়েছে তার। এবার সংগীতশিল্পী প্রমিত কুমারের গাওয়া ‘কালকে টুনির বিয়া’ শিরোনামে একটা গানের মডেল হয়েছেন সুবাহ। গানটি মুক্তি পর বেশ প্রশংসা পাচ্ছে সুবাহ। 

গানের কথা লেখার পাশাপাশি এটি সুরও করেছেন প্রমিত। ২০০৯ সালে প্রকাশ হওয়া ‘ও টুনির মা তোমার টুনি কথা শোনে না’ গানটি দিয়ে পরিচিতি পান এ শিল্পী। সেসময় গানটি  সিডি ক্যাসেট আকারে এবং ২০১৬ সালে সিএমভি মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পায় । বাংলাদেশ ও কলকাতায় জনপ্রিয় সুপারহিট অ্যালবামে পরিণত হয়েছিল। এরপর আরও অনেক গান তিনি গেয়েছেন। 

সে ধারাবাহিকতায় এবার নতুন গান প্রকাশ করলেন। এটি প্রকাশের পর থেকেই লুফে নেন শ্রোতা-দর্শক। গানের প্রশংসার পাশাপাশি মডেল হিসাবে নজর কাড়েন সুবাহ। তার উপস্থিতি গানটিকে আরও আকর্ষণীয় করে তুলে।

শাহ হুমায়রা সুবাহ বলেন, ‘আমি তো গানের মডেল হয় না। কিন্ত এই গানটা যখন আমাকে অফার করলো তখন শোনে  ভালো লেগেছে। মিউজিক ভিডিওটা সিনেমিক তাই রাজি হয়ে গিয়েছি। মুক্তির পর সবাই খুব প্রশংসা করছে, খুব ভালো লাগছে।’   

উল্লেখ্য, রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হয় সুবাহর। প্রথম সিনেমা দিয়ে দর্শকের নজর কেড়েছেন এই চিত্রনায়িকা। মুক্তির অপেক্ষায় আছে তার আরও পাঁচটি সিনেমা।

Share