বাংলাদেশ
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের দাবিতে ছাত্রদলের মশাল মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার দ্রুত বিচারের দাবিতে মশাল মিছিল করেছে ছাত্রদল। সোমবার (১৯ মে) রাত ৮টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই মশাল মিছিল শুরু হয়।
মিছিলটি হল পাড়া প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘খুনি কেন বাইরে, প্রশাসন কী করে’, ‘আমার ভাই মরল কেন, শাহবাগ থানা জবাব চাই’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
উল্লেখ্য, গত ১৩ মে রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে গুরুতর আহত হন শাহরিয়ার আলম সাম্য। পরে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহতের বড় ভাই শরীফুল আলম ১৪ মে সকালে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
সাম্য ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি এএফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।
ছাত্রদলের নেতাকর্মীরা জানায়, হত্যার ঘটনায় এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাদের এই কর্মসূচি।