Connect with us

বাংলাদেশ

রাজু ভাস্কর্যের পাদদেশে জাতীয় সংগীত পরিবেশনে শিক্ষার্থীদের প্রতিবাদ

Published

on

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জাতীয় সংগীত পরিবেশন করে প্রতিবাদ জানাল সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা জানান, কয়েকদিন আগে রাজধানীর শাহবাগে জাতীয় সংগীত পরিবেশনের সময় ‘ভুয়া ভুয়া’ বলে কিছু লোক অবমাননাকর আচরণ করে। এই ঘটনার প্রতিবাদে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন।

প্রতিবাদী শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশি হিসেবে জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের অবমাননা কখনও মেনে নেওয়া যায় না। কেউ যদি বাংলাদেশে রাজনীতি করতে চান, তবে তাকে অবশ্যই বাংলাদেশপন্থী হতে হবে।

তারা আরও জানান, এই কর্মসূচির মাধ্যমে তারা জাতীয় মর্যাদার প্রতি সম্মান জানাতে এবং অবমাননাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই সমবেত হয়েছেন।


Share

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জাতীয় সংগীত পরিবেশন করে প্রতিবাদ জানাল সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা জানান, কয়েকদিন আগে রাজধানীর শাহবাগে জাতীয় সংগীত পরিবেশনের সময় ‘ভুয়া ভুয়া’ বলে কিছু লোক অবমাননাকর আচরণ করে। এই ঘটনার প্রতিবাদে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন।

প্রতিবাদী শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশি হিসেবে জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের অবমাননা কখনও মেনে নেওয়া যায় না। কেউ যদি বাংলাদেশে রাজনীতি করতে চান, তবে তাকে অবশ্যই বাংলাদেশপন্থী হতে হবে।

তারা আরও জানান, এই কর্মসূচির মাধ্যমে তারা জাতীয় মর্যাদার প্রতি সম্মান জানাতে এবং অবমাননাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই সমবেত হয়েছেন।


Share