আন্তর্জাতিক
জম্মুর পর বিস্ফোরণের শব্দ কাঠুয়াতেও, শহরজুড়ে ব্ল্যাকআউট

জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। প্রথমে জম্মুর বিমানবন্দরে বিস্ফোরণের খবর পাওয়া যায়, আর এবার একই ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে কাছের শহর কাঠুয়াতে।
বিবিসির সংবাদদাতা দিব্যা আরিয়া জানিয়েছেন, জম্মু অঞ্চলের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। শহরজুড়ে ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, পুরো জম্মু শহর অন্ধকারে ডুবে গেছে। জম্মুর বিমানবন্দর থেকে পাওয়া বিস্ফোরণের খবরের পরপরই প্রায় দেড় ঘণ্টা দূরের কাঠুয়া থেকেও বিস্ফোরণের শব্দ আসে।
সংবাদ সংস্থা ANI-কে উদ্ধৃত করে বিবিসি জানায়, এই হামলায় পাকিস্তান থেকে চালানো ড্রোন ব্যবহার করা হয়েছে। এই ড্রোনগুলোকে বলা হয় ‘Loitering Munition’, যেগুলোতে বিস্ফোরক থাকে এবং লক্ষ্যবস্তুতে আঘাত করার পর তাৎক্ষণিক বিস্ফোরণ ঘটে।
এই ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আকাশপথে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।