অপরাধ
চাঁদপুরে চুরি হওয়া পিস্তল-গুলি ঢাকায় উদ্ধার, গ্রেফতার ২

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার উপপরিদর্শকের বাসা থেকে চুরি হওয়া সরকারি পিস্তল, ১৬ রাউন্ড গুলি ও ম্যাগজিন ঢাকার মিরপুরে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় রাজধানীর শাহ আলী থানা এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এ সময় চোরচক্রের দুই সদস্যকেও গ্রেফতার করা হয়।
চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বিষয়টি নিশ্চিত করে জানান, যৌথভাবে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ, ফরিদগঞ্জ থানা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ অভিযান পরিচালনা করে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মজিবুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হই। গ্রেফতার হওয়া চোর রুবেল খান বরগুনার এবং পিস্তলের ক্রেতা সুমন ঝালকাঠির বাসিন্দা।
পুলিশ জানায়, পিস্তল ও গুলি চুরি হওয়ার ঘটনায় বরখাস্ত হওয়া এসআই রাকিব উদ্দিন ভূঁইয়ার বাসায় গত ৫ মে চুরি হয়। ঘটনার পর রাকিব উদ্দিনকে চাঁদপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয় এবং চোর ধরতে পুরস্কার ঘোষণা করা হয়।
এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা জানার জন্য গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ চলছে।