Connect with us

বাংলাদেশ

খেলার মাঠে বজ্রপাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

Published

on

বজ্রপাত। ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে বজ্রপাতে রাকিবুল হাসান খান রাফি (২৩) নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুর আড়াইটার দিকে টঙ্গীর ইজতেমা মাঠসংলগ্ন তুরাগ নদের তীরে এ ঘটনা ঘটে।

রাফি উত্তরার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বয়রা নিয়ামতপুর গ্রামে। বাবা মো. রফিকুল ইসলাম খান।

রাফির বন্ধুরা জানান, বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর ইজতেমা মাঠ এলাকায় তারা কয়েকজন ক্রিকেট খেলছিলেন। খেলা শেষে বাসায় ফেরার প্রস্তুতির সময় বজ্রপাত হলে রাফি ঘটনাস্থলেই পড়ে যান। সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী আহসানিয়া ক্যানসার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বজ্রপাতজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। মরদেহ থানার হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।

Share
Continue Reading
Click to comment

গাজীপুরের টঙ্গীতে বজ্রপাতে রাকিবুল হাসান খান রাফি (২৩) নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুর আড়াইটার দিকে টঙ্গীর ইজতেমা মাঠসংলগ্ন তুরাগ নদের তীরে এ ঘটনা ঘটে।

রাফি উত্তরার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বয়রা নিয়ামতপুর গ্রামে। বাবা মো. রফিকুল ইসলাম খান।

রাফির বন্ধুরা জানান, বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর ইজতেমা মাঠ এলাকায় তারা কয়েকজন ক্রিকেট খেলছিলেন। খেলা শেষে বাসায় ফেরার প্রস্তুতির সময় বজ্রপাত হলে রাফি ঘটনাস্থলেই পড়ে যান। সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী আহসানিয়া ক্যানসার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বজ্রপাতজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। মরদেহ থানার হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।

Share