আন্তর্জাতিক
ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, ২জন ইসরায়েলি সেনা নিহত

ইসরাইলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে অন্তত দুইজন ইসরায়েলি সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
টাইমস অব ইসরায়েল বলছে, হামলার পর বেন গুরিয়নে সকল ফ্লাইট স্থগিত করা হয়েছে। এই হামলার কারণে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নতুন দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, আজ রোববার সকালে ইসরায়েলের মধ্যাঞ্চলে হঠাৎ করে সাইরেন বেজে ওঠে। কিছুক্ষণ পর জানা যায়, একটি ক্ষেপণাস্ত্র দখলকৃত তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে আঘাত হেনেছে।
ইসরায়েল দাবি করেছে, ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি এই হামলা চালিয়েছে। তবে ইয়েমের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।