আর্টসেলকে ১২ ঘণ্টার আলটিমেটাম সাবেক সমন্বয়কের - Porikroma News
Connect with us

জাতীয়

আর্টসেলকে ১২ ঘণ্টার আলটিমেটাম সাবেক সমন্বয়কের

Published

on

ক্ষতিপূরণসহ টাকা ফেরত চেয়ে দেশের রক ধারার জনপ্রিয় ব্যান্ড আর্টসেল ও এর অন্যতম সদস্য জর্জ লিংকনকে ট্যাগ করে ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন আয়োজক ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।

রোববার (১৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেন, ‘কালচারাল ফ্যাসিস্ট আর্টসেল, লিংকন আর্টসেল আজকের মধ্যে আপনারা ডিসিশন জানাবেন; ক্ষতিপূরণসহ টাকা ফেরত পাঠাবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম মেনশন করে ক্ষমা চাইবেন।’

তিনি দাবি করেন, মোট ১৪ লাখ ৫০ হাজার টাকার ক্ষতিপূরণের তালিকা দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে মামলা করার প্রস্তুতি এবং আর্টসেলের আগামীর কানাডা সফর বাতিলের আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন।

পোস্টে আরও অভিযোগ করে আম্মার লেখেন, ‘তাদের ম্যানেজার এটিকে মিডিয়ার সামনে চাঁদাবাজি হিসেবে আনতে চায়। আমি এখানে ওপেন ডিকলারেশন দিচ্ছি— নিষিদ্ধ জঙ্গী সংগঠন ছাত্রলীগের সাথে যোগাযোগ মেইনটেইন করে শেষ মুহূর্তে কনসার্ট ক্যান্সেল করছো।’

অন্যদিকে আর্টসেলের মিডিয়া ম্যানেজার বাঁধন জানান, বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, ‘আমাদের ভোকাল লিংকন ভাই খুব অসুস্থ। তাকে বাদ দিয়ে কোনো অনুষ্ঠান করা সম্ভব নয়। সময়মতো সংবাদ সম্মেলন করে আমরা বিস্তারিত জানাব।’

এর আগে, ১৫ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘৩৬ জুলাই মুক্তির উৎসব’-এ পারফর্ম করার কথা ছিল আর্টসেলের। কিন্তু হঠাৎই আগের রাতে তারা ফেসবুকে পোস্ট দিয়ে কনসার্ট বাতিলের ঘোষণা দেয়। এতে ক্ষোভ প্রকাশ করেন আয়োজক ও শিক্ষার্থীরা। পাশাপাশি আর্থিক ক্ষতির সম্মুখীন হন আয়োজকেরা।

Share

ক্ষতিপূরণসহ টাকা ফেরত চেয়ে দেশের রক ধারার জনপ্রিয় ব্যান্ড আর্টসেল ও এর অন্যতম সদস্য জর্জ লিংকনকে ট্যাগ করে ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন আয়োজক ও সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।

রোববার (১৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেন, ‘কালচারাল ফ্যাসিস্ট আর্টসেল, লিংকন আর্টসেল আজকের মধ্যে আপনারা ডিসিশন জানাবেন; ক্ষতিপূরণসহ টাকা ফেরত পাঠাবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম মেনশন করে ক্ষমা চাইবেন।’

তিনি দাবি করেন, মোট ১৪ লাখ ৫০ হাজার টাকার ক্ষতিপূরণের তালিকা দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে মামলা করার প্রস্তুতি এবং আর্টসেলের আগামীর কানাডা সফর বাতিলের আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন।

পোস্টে আরও অভিযোগ করে আম্মার লেখেন, ‘তাদের ম্যানেজার এটিকে মিডিয়ার সামনে চাঁদাবাজি হিসেবে আনতে চায়। আমি এখানে ওপেন ডিকলারেশন দিচ্ছি— নিষিদ্ধ জঙ্গী সংগঠন ছাত্রলীগের সাথে যোগাযোগ মেইনটেইন করে শেষ মুহূর্তে কনসার্ট ক্যান্সেল করছো।’

অন্যদিকে আর্টসেলের মিডিয়া ম্যানেজার বাঁধন জানান, বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, ‘আমাদের ভোকাল লিংকন ভাই খুব অসুস্থ। তাকে বাদ দিয়ে কোনো অনুষ্ঠান করা সম্ভব নয়। সময়মতো সংবাদ সম্মেলন করে আমরা বিস্তারিত জানাব।’

এর আগে, ১৫ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘৩৬ জুলাই মুক্তির উৎসব’-এ পারফর্ম করার কথা ছিল আর্টসেলের। কিন্তু হঠাৎই আগের রাতে তারা ফেসবুকে পোস্ট দিয়ে কনসার্ট বাতিলের ঘোষণা দেয়। এতে ক্ষোভ প্রকাশ করেন আয়োজক ও শিক্ষার্থীরা। পাশাপাশি আর্থিক ক্ষতির সম্মুখীন হন আয়োজকেরা।

Share