মান্নাকে বাংলাদেশের ‘জেমস বন্ড’ মনে করতেন জাহিদ হাসান - Porikroma News
Connect with us

বিনোদন

মান্নাকে বাংলাদেশের ‘জেমস বন্ড’ মনে করতেন জাহিদ হাসান

Published

on

প্রয়াত চিত্রনায়ক মান্নার মৃত্যুর ১৭ বছর পার হলেও তার জনপ্রিয়তা আর আবেদন আজও অমলিন। এই কিংবদন্তি অভিনেতার সঙ্গে অভিনেতা জাহিদ হাসানের ছিল গভীর বন্ধুত্ব। সম্প্রতি এক সাক্ষাৎকারে মান্নার স্মৃতি তুলে ধরেন তিনি।

জাহিদ হাসান বলেন, ‘একটা অনুষ্ঠানে উপস্থাপনা করছিলাম। তখন মান্না ভাইকে নিয়ে বলেছিলাম, বাংলাদেশের পিয়ার্স ব্রসনান। তাঁকে দেখে জেমস বন্ড মনে হয়েছে আমার কাছে। কথাটা তাঁকেও জানিয়েছিলাম।’

লন্ডন সফরের স্মৃতি স্মরণ করে জাহিদ হাসান বলেন, ‘একবার মান্না ভাইয়ের সঙ্গে লন্ডনে গিয়েছিলাম। হোটেল-রেস্তোরাঁয় বার্গার আর ফাস্টফুড চলছিল। উনি বললেন, ভাত খাব। তারপর ভাত খাওয়ার জন্য আমরা চার শ কিলোমিটার দূরে গাড়ি চালিয়ে গেলাম। আমি তাঁকে বলেছিলাম, মান্না ভাই এটা কোনো কথা? পাঁচ দিন ভাত না খেলে কী হয়? উনি বলেছিলেন, “বুঝ না ভাইজান, ভাত খাব তো।” এই প্রাণোচ্ছল মানুষটাই ছিলেন মান্না ভাই।’

উল্লেখ্য, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান মান্না। তার অভিনীত শতাধিক সিনেমা আজও দর্শকের কাছে সমান জনপ্রিয়।

Share

প্রয়াত চিত্রনায়ক মান্নার মৃত্যুর ১৭ বছর পার হলেও তার জনপ্রিয়তা আর আবেদন আজও অমলিন। এই কিংবদন্তি অভিনেতার সঙ্গে অভিনেতা জাহিদ হাসানের ছিল গভীর বন্ধুত্ব। সম্প্রতি এক সাক্ষাৎকারে মান্নার স্মৃতি তুলে ধরেন তিনি।

জাহিদ হাসান বলেন, ‘একটা অনুষ্ঠানে উপস্থাপনা করছিলাম। তখন মান্না ভাইকে নিয়ে বলেছিলাম, বাংলাদেশের পিয়ার্স ব্রসনান। তাঁকে দেখে জেমস বন্ড মনে হয়েছে আমার কাছে। কথাটা তাঁকেও জানিয়েছিলাম।’

লন্ডন সফরের স্মৃতি স্মরণ করে জাহিদ হাসান বলেন, ‘একবার মান্না ভাইয়ের সঙ্গে লন্ডনে গিয়েছিলাম। হোটেল-রেস্তোরাঁয় বার্গার আর ফাস্টফুড চলছিল। উনি বললেন, ভাত খাব। তারপর ভাত খাওয়ার জন্য আমরা চার শ কিলোমিটার দূরে গাড়ি চালিয়ে গেলাম। আমি তাঁকে বলেছিলাম, মান্না ভাই এটা কোনো কথা? পাঁচ দিন ভাত না খেলে কী হয়? উনি বলেছিলেন, “বুঝ না ভাইজান, ভাত খাব তো।” এই প্রাণোচ্ছল মানুষটাই ছিলেন মান্না ভাই।’

উল্লেখ্য, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান মান্না। তার অভিনীত শতাধিক সিনেমা আজও দর্শকের কাছে সমান জনপ্রিয়।

Share