ময়মনসিংহে ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল - Porikroma News
Connect with us

রাজনীতি

ময়মনসিংহে ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল

Published

on

ময়মনসিংহে ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল
ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

ময়মনসিংহে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ২০১০ সালে দায়ের করা মানহানির মামলার সব কার্যক্রম বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার, ২৭ জুলাই ২০২5 তারিখে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন‑সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের লিভ‑টু‑আপিল খারিজ করে দেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং ইউনূসের পক্ষে আইনজীবী তৌফিক হোসেন শুনানিতে অংশ নেন।

উল্লেখ্য, ২০১১ সালে হাই কোর্টে করা রিটের পর বিচারপতি গত বছরের ২৪ অক্টোবরে মামলাটি বাতিলের রায় দেন। হাই কোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ আপিল করে, যা ২ জুলাই আপিল বিভাগের চেম্বার আদালত থেকে নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। আজকের সিদ্ধান্তের মাধ্যমে ড. ইউনূসের বিরুদ্ধে চলমান আইনি জটিলতার সমাপ্তি ঘটল।

Share

ময়মনসিংহে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ২০১০ সালে দায়ের করা মানহানির মামলার সব কার্যক্রম বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার, ২৭ জুলাই ২০২5 তারিখে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন‑সদস্যের বেঞ্চ রাষ্ট্রপক্ষের লিভ‑টু‑আপিল খারিজ করে দেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং ইউনূসের পক্ষে আইনজীবী তৌফিক হোসেন শুনানিতে অংশ নেন।

উল্লেখ্য, ২০১১ সালে হাই কোর্টে করা রিটের পর বিচারপতি গত বছরের ২৪ অক্টোবরে মামলাটি বাতিলের রায় দেন। হাই কোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর রাষ্ট্রপক্ষ আপিল করে, যা ২ জুলাই আপিল বিভাগের চেম্বার আদালত থেকে নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। আজকের সিদ্ধান্তের মাধ্যমে ড. ইউনূসের বিরুদ্ধে চলমান আইনি জটিলতার সমাপ্তি ঘটল।

Share