Connect with us

বাংলাদেশ

যশোরের মনিরামপুরে যুব জামায়াতের সমাবেশ

Published

on

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

যশোরের মনিরামপুরে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকেলে পৌর শহরের ফাজিল মাদরাসা ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনিরামপুর শাখার যুব বিভাগ এ সমাবেশের আয়োজন করে।

উপজেলা যুব জামায়াতের সভাপতি এইচ এম শামীমের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য অ্যাড. গাজী ইনামুল হক, অধ্যাপক আবু জাফর সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, জেলা যুব জামায়াতের সভাপতি প্রভাষক মনিরুল ইসলাম, শিবির নেতা মো. আশিকুজ্জামান ও হাফেজ হাদিউজ্জামান।

সমাবেশে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করা হয়। পাশাপাশি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের মাতিয়ে তোলে।

Share

যশোরের মনিরামপুরে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকেলে পৌর শহরের ফাজিল মাদরাসা ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনিরামপুর শাখার যুব বিভাগ এ সমাবেশের আয়োজন করে।

উপজেলা যুব জামায়াতের সভাপতি এইচ এম শামীমের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য অ্যাড. গাজী ইনামুল হক, অধ্যাপক আবু জাফর সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, জেলা যুব জামায়াতের সভাপতি প্রভাষক মনিরুল ইসলাম, শিবির নেতা মো. আশিকুজ্জামান ও হাফেজ হাদিউজ্জামান।

সমাবেশে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করা হয়। পাশাপাশি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের মাতিয়ে তোলে।

Share