ক্যাম্পাসে অস্থিতিশীলতার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী ধরা - Porikroma News
Connect with us

অপরাধ

ক্যাম্পাসে অস্থিতিশীলতার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী ধরা

Published

on

ক্যাম্পাসে অস্থিতিশীলতার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী ধরা
যবিপ্রবিতে আটক নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী। ছবি : সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা, হামলার পরিকল্পনা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে পুনর্বাসনের অভিযোগে দুই কর্মীকে আটক করেছে সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।

রবিবার (১৭ আগস্ট) রাত সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। আটক হওয়া ব্যক্তিরা হলেন- ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ওই বিভাগের ছাত্রলীগের সহসভাপতি নাইম আশরাফি সজীব ও ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রিয়াদ রায়হান।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে সন্দেহজনক আচরণের কারণে শিক্ষার্থীরা প্রথমে রিয়াদ রায়হানকে ধরে তার মোবাইল ফোন পরীক্ষা করেন। সেখানে ক্যাম্পাস অস্থিতিশীল করা, শিক্ষার্থীদের ওপর হামলার পরিকল্পনা এবং ফেক আইডি ব্যবহার করে হুমকি প্রদানের প্রমাণ পাওয়া যায়। তদন্তে জানা যায়, নাইম আশরাফি সজীবও একই ষড়যন্ত্রে যুক্ত ছিলেন।

তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে আরও জানা যায়, সাবেক ছাত্রলীগ নেতা সোহেল রানা, ড. ফিরোজ কবিরসহ কয়েকজন এতে জড়িত ছিলেন। তবে শিক্ষার্থীরা আইনের প্রতি সম্মান দেখিয়ে তাদের প্রশাসনের হাতে তুলে দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. উমর ফারুক বলেন, “শিক্ষার্থীরা তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করায় আমরা দ্রুত ব্যবস্থা নিতে পেরেছি। আটক দুজনকে লিখিতভাবে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।”

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Share

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা, হামলার পরিকল্পনা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে পুনর্বাসনের অভিযোগে দুই কর্মীকে আটক করেছে সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়।

রবিবার (১৭ আগস্ট) রাত সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। আটক হওয়া ব্যক্তিরা হলেন- ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ওই বিভাগের ছাত্রলীগের সহসভাপতি নাইম আশরাফি সজীব ও ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রিয়াদ রায়হান।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে সন্দেহজনক আচরণের কারণে শিক্ষার্থীরা প্রথমে রিয়াদ রায়হানকে ধরে তার মোবাইল ফোন পরীক্ষা করেন। সেখানে ক্যাম্পাস অস্থিতিশীল করা, শিক্ষার্থীদের ওপর হামলার পরিকল্পনা এবং ফেক আইডি ব্যবহার করে হুমকি প্রদানের প্রমাণ পাওয়া যায়। তদন্তে জানা যায়, নাইম আশরাফি সজীবও একই ষড়যন্ত্রে যুক্ত ছিলেন।

তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে আরও জানা যায়, সাবেক ছাত্রলীগ নেতা সোহেল রানা, ড. ফিরোজ কবিরসহ কয়েকজন এতে জড়িত ছিলেন। তবে শিক্ষার্থীরা আইনের প্রতি সম্মান দেখিয়ে তাদের প্রশাসনের হাতে তুলে দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. উমর ফারুক বলেন, “শিক্ষার্থীরা তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করায় আমরা দ্রুত ব্যবস্থা নিতে পেরেছি। আটক দুজনকে লিখিতভাবে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।”

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Share