ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরাইলি বিমানবন্দর - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরাইলি বিমানবন্দর

Published

on

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ ইসরাইলি বিমানবন্দর
ছবি: মেহের নিউজ

দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ফের ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। রোববার সকালে ইসরাইল-অধিকৃত মধ্যাঞ্চলসহ পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় হামলার পর সতর্কতা সাইরেন বেজে ওঠে।

আল জাজিরার খবরে জানানো হয়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের পর তেলআবিবের বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত করা হয়।

হিব্রু ভাষার গণমাধ্যমের দাবি, হামলায় কুদসের কাছে বেইত শেমেশ শহরের আশপাশে আগুন ধরে যায়। তবে ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে।

এ বিষয়ে হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

এর আগে গত বৃহস্পতিবারও ইয়েমেন থেকে ইসরাইলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেছিল। গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনি বাহিনী একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যা ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের অংশ।

Share

দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ফের ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। রোববার সকালে ইসরাইল-অধিকৃত মধ্যাঞ্চলসহ পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় হামলার পর সতর্কতা সাইরেন বেজে ওঠে।

আল জাজিরার খবরে জানানো হয়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের পর তেলআবিবের বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত করা হয়।

হিব্রু ভাষার গণমাধ্যমের দাবি, হামলায় কুদসের কাছে বেইত শেমেশ শহরের আশপাশে আগুন ধরে যায়। তবে ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করেছে।

এ বিষয়ে হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

এর আগে গত বৃহস্পতিবারও ইয়েমেন থেকে ইসরাইলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেছিল। গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনি বাহিনী একাধিকবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যা ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের অংশ।

Share