রাজনীতি
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেন

ইসরায়েলি দখলকৃত অঞ্চলের দিকে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম। শনিবার (২৮ জুন) এই হামলার খবর ছড়িয়ে পড়লে ইসরায়েলি সেনাবাহিনী একাধিক অঞ্চলে সতর্কতা জারি করে। খবর মেহের নিউজের।
ইসরায়েলের সামরিক বাহিনীর ‘ইন্টারনাল ফ্রন্ট কমান্ড’ এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ, পশ্চিম ও মধ্য নেগেভ, জুদিয়া, মৃত সাগর এলাকা, লাচিশ এবং আরাবাহ অঞ্চলে সম্ভাব্য হুমকির কথা মাথায় রেখে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

হামলার ফলে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া হামলার দায়ও কেউ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।
ইয়েমেন থেকেও এ বিষয়ে এখনো কোনো বিবৃতি আসেনি। তবে ধারণা করা হচ্ছে, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে, কারণ অতীতেও তাদের এমন হামলার রেকর্ড রয়েছে।
এদিকে তেহরানে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই হামলা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। ইসরায়েল-গাজা সংঘাত, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতিদের কার্যক্রম মিলিয়ে পুরো অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি আরও বাড়ছে।