আন্তর্জাতিক
ইয়েমেনে বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা

ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী। ইসরায়েলি গণমাধ্যমে রোববার এ খবর জানানো হয়। হামলায় বিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের বিস্ফোরণ ঘটলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, হামলায় হেজইয়াজ বিদ্যুৎকেন্দ্রের জেনারেটর ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে আগুন লাগলেও পরে নিয়ন্ত্রণে আনা হয়। দেশটির উপ-প্রধানমন্ত্রী জানান, জরুরি কর্মীরা বড় ধরনের ক্ষয়ক্ষতি ঠেকাতে সক্ষম হয়েছেন।
সানার বাসিন্দারা অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হুথিরা ওই স্থাপনাটি ব্যবহার করছিল। তবে বেসামরিক বিদ্যুৎকেন্দ্রে হামলার যৌক্তিকতা প্রমাণে কোনো তথ্য হাজির করতে পারেনি তারা। এতে হামলাটি যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হওয়ার আশঙ্কা বাড়ছে।
২০২৩ সাল থেকে গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিক্রিয়ায় হুথিরা নিয়মিতভাবে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে আসছে। এর জবাবে ইসরায়েল ইয়েমেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে। এর মধ্যে মানবিক সহায়তার জন্য অপরিহার্য হোদেইদা বন্দরও রয়েছে।
হুথির আক্রমণে বৈশ্বিক বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র সম্প্রতি হুথির সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছায়, তবে হুথিরা জানিয়েছে এই সমঝোতা ইসরায়েলবিরোধী কার্যক্রমে প্রযোজ্য নয়। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, প্রয়োজনে তারা একাই নিজেদের রক্ষা করবে।