‘পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা’: ২০২৪ গণঅভ্যুত্থানে নারীদের সাহস - Porikroma News
Connect with us

বাংলাদেশ

‘পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা’: ২০২৪ গণঅভ্যুত্থানে নারীদের সাহস

Published

on

‘পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা’: ২০২৪ গণঅভ্যুত্থানে নারীদের সাহস

২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশের রাজপথে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানে নারীদের সাহসিকতা ও দৃঢ়তা বিশেষভাবে দাগ কাটে। ভয়-নির্যাতন বা দমনপীড়নের হুমকিকে উপেক্ষা করে তারা রাস্তায় নেমে আসে নিজেদের অধিকার ও স্বাধীনতার দাবিতে।

রাজপথে এক নারী বলেন, “কতজনের মুখ বন্ধ করবেন? একজনকে আটকালে, দশজন দাঁড়াবে। দশজনকে থামালে, হাজারো মানুষ রাস্তায় নামবে। প্রয়োজনে ১৮ কোটি মানুষই একসঙ্গে রাস্তায় নামবে।”

অন্য এক নারী জানান, আন্দোলনের জন্য পরিবারকেও প্রস্তুত করেছিলেন। তার ভাষায়, “বাবাকে বলে এসেছি— যদি মৃত্যুবরণ করি, আমার লাশ যেন রাস্তা থেকে কেউ না তোলে।”

আরেক নারী শিক্ষার্থী বলেন, “বহু সুযোগ ছিল পিছনে ফিরে আসার। এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নাই। পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা।”

কেউ কেউ সরাসরি দেশের শাসক দলের বিরুদ্ধে কড়া ভাষায় বক্তব্য দেন। এক শিক্ষার্থীর মন্তব্য, “দেশ চালায় কে? শেখ হাসিনা? শেখ হাসিনাকে লাত্থি মেরে বের করেন এখন।”

সে সময় নারীদের এই অসাধারণ সাহসিকতা গণআন্দোলনের শক্তি ও আত্মত্যাগের প্রতিচ্ছবি হয়ে উঠে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই অভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে নারীদের অন্যতম দৃঢ় অবস্থানের ঘটনা।

Share

২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশের রাজপথে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানে নারীদের সাহসিকতা ও দৃঢ়তা বিশেষভাবে দাগ কাটে। ভয়-নির্যাতন বা দমনপীড়নের হুমকিকে উপেক্ষা করে তারা রাস্তায় নেমে আসে নিজেদের অধিকার ও স্বাধীনতার দাবিতে।

রাজপথে এক নারী বলেন, “কতজনের মুখ বন্ধ করবেন? একজনকে আটকালে, দশজন দাঁড়াবে। দশজনকে থামালে, হাজারো মানুষ রাস্তায় নামবে। প্রয়োজনে ১৮ কোটি মানুষই একসঙ্গে রাস্তায় নামবে।”

অন্য এক নারী জানান, আন্দোলনের জন্য পরিবারকেও প্রস্তুত করেছিলেন। তার ভাষায়, “বাবাকে বলে এসেছি— যদি মৃত্যুবরণ করি, আমার লাশ যেন রাস্তা থেকে কেউ না তোলে।”

আরেক নারী শিক্ষার্থী বলেন, “বহু সুযোগ ছিল পিছনে ফিরে আসার। এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নাই। পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা।”

কেউ কেউ সরাসরি দেশের শাসক দলের বিরুদ্ধে কড়া ভাষায় বক্তব্য দেন। এক শিক্ষার্থীর মন্তব্য, “দেশ চালায় কে? শেখ হাসিনা? শেখ হাসিনাকে লাত্থি মেরে বের করেন এখন।”

সে সময় নারীদের এই অসাধারণ সাহসিকতা গণআন্দোলনের শক্তি ও আত্মত্যাগের প্রতিচ্ছবি হয়ে উঠে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই অভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে নারীদের অন্যতম দৃঢ় অবস্থানের ঘটনা।

Share