খেলাধুলা
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগ

ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের এক তারকা ক্রিকেটারের বিরুদ্ধে যৌন নিপীড়ন, যৌন হয়রানি ও একাধিক ধর্ষণের অভিযোগ উঠেছে। ক্যারিবীয় অঞ্চলের একাধিক সংবাদমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে এখনো অভিযুক্ত ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি।
ক্যারিবিয়ান ক্রীড়া টেলিভিশন চ্যানেল স্পোর্টসম্যাক্স টিভি জানিয়েছে, অভিযুক্ত ক্রিকেটারের বাড়ি গায়ানায় এবং তিনি বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে খেলছেন।
অন্তত ১১ জন নারী, যাদের মধ্যে একজন কিশোরীও রয়েছে, অভিযোগ করেছেন ওই ক্রিকেটারের মাধ্যমে তাঁরা কেউ যৌন নিপীড়ন, কেউ বিকৃত যৌনাচার এবং কেউ ধর্ষণের শিকার হয়েছেন।
তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মামলা করা হয়নি। বিষয়টি নিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সভাপতি কিশোর সোয়ালো বলেছেন, তারা বিষয়টি সম্পর্কে অবগত নন এবং তাই এই মুহূর্তে কোনো মন্তব্য করা সম্ভব নয়।

প্রথমে গায়ানার সংবাদপত্র কাইয়েটুর স্পোর্টস-এ এই গুরুতর অভিযোগের খবর প্রকাশ হয়। অভিযোগকারী নারীদের একজনের আইনজীবী নাইজেল হিউজ জানান, অভিযুক্ত ক্রিকেটার সম্প্রতি ২০২৪ সালের জানুয়ারিতে গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় এনে দিয়েছিলেন। দেশে ফেরার পর তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আলোচনা থেমে গেলেও এখন আবার নতুন করে বিষয়টি সামনে এসেছে।
বর্তমানে অভিযুক্ত ক্রিকেটারকে নিয়ে তদন্ত চলছে এবং স্থানীয়ভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে আইনজীবী জানিয়েছেন।