বাংলাদেশ
ওয়াসার কাজের কারণে টিএসসি এলাকায় যানজট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সড়কের ওপর ওয়াসার পাইপলাইন স্থানান্তরের কাজ চলমান থাকায় ওই রুট দিয়ে যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। ফলে অ্যাম্বুলেন্স, গণপরিবহনসহ সাধারণ যানবাহনকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিশেষ করে জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সগুলো সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না। স্থানীয়রা বলছেন, এমন গুরুত্বপূর্ণ এলাকায় বিকল্প ব্যবস্থা ছাড়া কাজ করায় দুর্ভোগ আরও বেড়েছে।
এ বিষয়ে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন যাত্রীরা।