বাংলাদেশ
ওয়ালটনের নতুন গ্রাভিটন কার ব্যাটারি উদ্বোধন করলেন তাহসান

দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশন বাজারে নিয়ে এল গ্রাভিটন সিরিজের ৭ মডেলের নতুন কার ব্যাটারি। রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে এসব ব্যাটারির উদ্বোধন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম, পরিচালক জাকিয়া সুলতানা, এবং ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের সিইও নিশাত তাসনিম শুচি।
জাপানিজ স্ট্যান্ডার্ডে তৈরি এই সিলড মেইনটেন্যান্স ফ্রি ব্যাটারিগুলো প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপ ও অটোরিকশা সিএনজিতে ব্যবহারের উপযোগী। ব্যাটারিগুলোর মডেল হচ্ছে: Graviton N50Z, N50ZL, NS40ZL, NS60L, NS70, AX120-7 এবং NX120-7L।
ব্যাটারিগুলোর মূল্য ৮,৬৫০ টাকা থেকে ১৫,৬০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। দেশজুড়ে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর ও ডিলার শোরুমে ব্যাটারিগুলো পাওয়া যাবে।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের গাড়ির ব্যাটারির বাৎসরিক চাহিদা প্রায় ৫ লাখ ইউনিট এবং বাজারের আকার প্রায় ৩০০ কোটি টাকা। সেই বাজারে ওয়ালটন আধুনিক প্রযুক্তি ও উন্নত মানের ব্যাটারি সরবরাহের প্রতিশ্রুতি নিয়ে এই সিরিজ বাজারে আনলো।
ওয়ালটনের এই ব্যাটারির মূল বৈশিষ্ট্য হলো: দীর্ঘস্থায়িত্ব, সর্বোচ্চ ক্র্যাঙ্কিং পারফরম্যান্স এবং যেকোনো আবহাওয়ায় পারফর্ম করার সক্ষমতা।