ওয়ালটনের নতুন গ্রাভিটন কার ব্যাটারি উদ্বোধন করলেন তাহসান - Porikroma News
Connect with us

বাংলাদেশ

ওয়ালটনের নতুন গ্রাভিটন কার ব্যাটারি উদ্বোধন করলেন তাহসান

Published

on

ওয়ালটনের নতুন গ্রাভিটন কার ব্যাটারি উদ্বোধন করলেন তাহসান
ওয়ালটনের নতুন মডেলের প্যাসেঞ্জার কার ব্যাটারি ‘গ্রাভিটন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত জনপ্রিয় কন্ঠশিল্পী তাহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।

দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশন বাজারে নিয়ে এল গ্রাভিটন সিরিজের ৭ মডেলের নতুন কার ব্যাটারি। রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে এসব ব্যাটারির উদ্বোধন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম, পরিচালক জাকিয়া সুলতানা, এবং ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের সিইও নিশাত তাসনিম শুচি

জাপানিজ স্ট্যান্ডার্ডে তৈরি এই সিলড মেইনটেন্যান্স ফ্রি ব্যাটারিগুলো প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপ ও অটোরিকশা সিএনজিতে ব্যবহারের উপযোগী। ব্যাটারিগুলোর মডেল হচ্ছে: Graviton N50Z, N50ZL, NS40ZL, NS60L, NS70, AX120-7 এবং NX120-7L।

ব্যাটারিগুলোর মূল্য ৮,৬৫০ টাকা থেকে ১৫,৬০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। দেশজুড়ে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর ও ডিলার শোরুমে ব্যাটারিগুলো পাওয়া যাবে।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের গাড়ির ব্যাটারির বাৎসরিক চাহিদা প্রায় ৫ লাখ ইউনিট এবং বাজারের আকার প্রায় ৩০০ কোটি টাকা। সেই বাজারে ওয়ালটন আধুনিক প্রযুক্তি ও উন্নত মানের ব্যাটারি সরবরাহের প্রতিশ্রুতি নিয়ে এই সিরিজ বাজারে আনলো।

ওয়ালটনের এই ব্যাটারির মূল বৈশিষ্ট্য হলো: দীর্ঘস্থায়িত্ব, সর্বোচ্চ ক্র্যাঙ্কিং পারফরম্যান্স এবং যেকোনো আবহাওয়ায় পারফর্ম করার সক্ষমতা।


Share

দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশন বাজারে নিয়ে এল গ্রাভিটন সিরিজের ৭ মডেলের নতুন কার ব্যাটারি। রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে এসব ব্যাটারির উদ্বোধন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম, পরিচালক জাকিয়া সুলতানা, এবং ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের সিইও নিশাত তাসনিম শুচি

জাপানিজ স্ট্যান্ডার্ডে তৈরি এই সিলড মেইনটেন্যান্স ফ্রি ব্যাটারিগুলো প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপ ও অটোরিকশা সিএনজিতে ব্যবহারের উপযোগী। ব্যাটারিগুলোর মডেল হচ্ছে: Graviton N50Z, N50ZL, NS40ZL, NS60L, NS70, AX120-7 এবং NX120-7L।

ব্যাটারিগুলোর মূল্য ৮,৬৫০ টাকা থেকে ১৫,৬০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। দেশজুড়ে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর ও ডিলার শোরুমে ব্যাটারিগুলো পাওয়া যাবে।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের গাড়ির ব্যাটারির বাৎসরিক চাহিদা প্রায় ৫ লাখ ইউনিট এবং বাজারের আকার প্রায় ৩০০ কোটি টাকা। সেই বাজারে ওয়ালটন আধুনিক প্রযুক্তি ও উন্নত মানের ব্যাটারি সরবরাহের প্রতিশ্রুতি নিয়ে এই সিরিজ বাজারে আনলো।

ওয়ালটনের এই ব্যাটারির মূল বৈশিষ্ট্য হলো: দীর্ঘস্থায়িত্ব, সর্বোচ্চ ক্র্যাঙ্কিং পারফরম্যান্স এবং যেকোনো আবহাওয়ায় পারফর্ম করার সক্ষমতা।


Share