শিক্ষা
ভিকারুননিসায় এসএসসি পরীক্ষায় ফেল ৫৫ জন

এসএসসি ও সমমানের পরীক্ষায় ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এবার পাশের হার ৯৭ দশমিক ৪০ শতাংশ। বৃহস্পতিবার (১০ জুলাই) ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম এই তথ্য জানান।
তিনি বলেন, এবার প্রতিষ্ঠান থেকে মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ১২০ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ১১৬ জন এবং পাশ করেছে ২ হাজার ৬১ জন। ফেল করেছে ৫৫ জন শিক্ষার্থী।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পাশ করেছে ১ হাজার ৮৩৮ জন এবং ফেল করেছে ৩৭ জন। মানবিক বিভাগে পাশ করেছে ৪১ জন, ফেল করেছে ৮ জন। আর ব্যবসায় শিক্ষা বিভাগে পাশ করেছে ১৮২ জন এবং ফেল করেছে ১০ জন।
এদিকে, এবছর সারাদেশে এসএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। মোট পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। গতবছর এই সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন।
এবার ১০ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এরমধ্যে ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন এবং ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন।
২০২৪ সালের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় এক লাখ কমেছে।