আন্তর্জাতিক
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের দাবি আবার খারিজ করলেন জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন সংবাদমাধ্যম ‘নিউজউইক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, গত নয়ই মে ভারত-পাকিস্তান সংঘাত যখন তুঙ্গে, তখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনে কথা হয়, আর সেই সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন।
দুই দেশের (ভারত-পাকিস্তান) মধ্যে ‘যুদ্ধবিরতি’ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি আবারও খারিজ করেন তিনি।
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কথায়, জেডি ভান্স জানিয়েছিলেন, “যদি কিছু বিষয় মেনে নেওয়া না হয় তাহলে ভারতের ওপর ব্যাপক হামলা চালাতে পারে পাকিস্তান।”
জবাবে প্রধানমন্ত্রী মোদী ইঙ্গিত দেন, তেমনটা হলে ভারতও পাল্টা জবাব দেবে।
বাস্তবে তাই হয়েছিল। ওই রাতে পাকিস্তান ভারতের ওপর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, পাল্টা জবাব দেয় ভারত।