অপরাধ
ভালুকার ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় দুই সন্তানসহ মাকে গলাকেটে হত্যার চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার নজরুল ইসলাম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা।
গত ১৩ জুলাই রাতে ভালুকা পৌরসভার পনাশাইল রোডের একটি বাসায় রফিকুল ইসলামের অনুপস্থিতে তার স্ত্রী ময়না বেগম (২৫), মেয়ে রাইসা (৭) ও ছেলে নীরব (২) কে গলাকেটে হত্যা করা হয়। পরদিন সকালে বাসার দরজা তালাবদ্ধ দেখে দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনজনের মরদেহ উদ্ধার করেন রফিকুল।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করে। ঘটনার পর থেকে নজরুল ইসলাম পলাতক ছিলেন। নিহতের ছোট ভাই মো. জহিরুল ইসলাম বাদী হয়ে নজরুলসহ অজ্ঞাত আরও ১-২ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় হত্যা মামলা করেন।
ওসি হুসায়ুন কবির জানান, ভালুকার আলোচিত এই ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামিকে গাজীপুরের জয়দেবপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।