ময়মনসিংহে ভাবি-ভাতিজাদের গলা কেটে হত্যা, নজরুল গ্রেফতার - Porikroma News
Connect with us

অপরাধ

ময়মনসিংহে ভাবি-ভাতিজাদের গলা কেটে হত্যা, নজরুল গ্রেফতার

Published

on

ময়মনসিংহে ভাবি-ভাতিজাদের গলা কেটে হত্যা, নজরুল গ্রেফতার
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করেছেন নজরুল ইসলাম নামের এক ব্যক্তি। মঙ্গলবার (১৫ জুলাই) গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের পর বুধবার (১৬ জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন জানান, পূর্বের একটি হত্যা মামলায় জামিনে মুক্ত হয়ে বড় ভাই রফিকুল ইসলামের বাসায় থাকতেন নজরুল। সেখানেই পারিবারিক দ্বন্দ্বের জেরে রোববার (১৩ জুলাই) রাতে দা দিয়ে ভাবি ময়না আক্তার, ভাইপো নীরব ও ভাইজি রাইসা আক্তারকে গলা কেটে হত্যা করেন তিনি।

নজরুল পুলিশের কাছে স্বীকার করেছেন, তার ভাবি প্রায়ই তাকে খাবার নিয়ে কটুক্তি করতেন ও আবার জেলে পাঠানোর হুমকি দিতেন। সেই ক্ষোভ থেকে তিনি হত্যাকাণ্ড ঘটান।

রাতে খুন করার পর তিনি ভোরে অটোরিকশা নিয়ে পালিয়ে গাজীপুরে চলে যান। সেখানে এক আত্মীয়কে ফোন করলে ফোন ট্র্যাক করে জয়দেবপুর রেলস্টেশন থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর নজরুল নিজেই রক্ত মুছে ফেলেন ও খাটের নিচে চাদর রেখে পাশের রুমে ঘুমিয়ে পড়েন। পরে গ্যারেজে অটোরিকশা বিক্রির চেষ্টাও করেন তিনি।

Share

ময়মনসিংহের ভালুকায় এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করেছেন নজরুল ইসলাম নামের এক ব্যক্তি। মঙ্গলবার (১৫ জুলাই) গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের পর বুধবার (১৬ জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন জানান, পূর্বের একটি হত্যা মামলায় জামিনে মুক্ত হয়ে বড় ভাই রফিকুল ইসলামের বাসায় থাকতেন নজরুল। সেখানেই পারিবারিক দ্বন্দ্বের জেরে রোববার (১৩ জুলাই) রাতে দা দিয়ে ভাবি ময়না আক্তার, ভাইপো নীরব ও ভাইজি রাইসা আক্তারকে গলা কেটে হত্যা করেন তিনি।

নজরুল পুলিশের কাছে স্বীকার করেছেন, তার ভাবি প্রায়ই তাকে খাবার নিয়ে কটুক্তি করতেন ও আবার জেলে পাঠানোর হুমকি দিতেন। সেই ক্ষোভ থেকে তিনি হত্যাকাণ্ড ঘটান।

রাতে খুন করার পর তিনি ভোরে অটোরিকশা নিয়ে পালিয়ে গাজীপুরে চলে যান। সেখানে এক আত্মীয়কে ফোন করলে ফোন ট্র্যাক করে জয়দেবপুর রেলস্টেশন থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর নজরুল নিজেই রক্ত মুছে ফেলেন ও খাটের নিচে চাদর রেখে পাশের রুমে ঘুমিয়ে পড়েন। পরে গ্যারেজে অটোরিকশা বিক্রির চেষ্টাও করেন তিনি।

Share