বাংলাদেশ
ডিএনএ টেস্টে ৫ জনের পরিচয় শনাক্ত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। সিআইডির ফরেনসিক DNA ল্যাব ডিএনএ পরীক্ষার মাধ্যমে এই শনাক্তকরণ সম্পন্ন করেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
এর আগে, বুধবার (২৩ জুলাই) পর্যন্ত ছয়টি বিকৃত দেহাবশেষ শনাক্ত করতে ১১ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করে সিআইডি। এই নমুনা সংগ্রহের বিষয়ে বিস্তারিত জানান ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার শম্পা ইয়াসমিন।
তিনি বলেন, “সম্মিলিত সামরিক হাসপাতালে থাকা ছয়টি মরদেহ থেকে ১১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে নিহতদের সম্ভাব্য স্বজন হিসেবে ১১ জন ডিএনএ দাবিদার নমুনা দিয়েছেন, যাদের মধ্যে একাধিক সদস্য একই পরিবারের।”
পরিচয় শনাক্তের পর মরদেহগুলো হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।