বাংলাদেশ
উত্তরায় বিমান দুর্ঘটনায় গুজব নিয়ে আইএসপিআরের সতর্কতা

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর এই মর্মান্তিক ঘটনায় মৃত্যুর সংখ্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বুধবার (২৩ জুলাই) এক বিবৃতিতে আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী জানান, “অনেকে না বুঝেই গুজবে বিশ্বাস করছেন। তবে সন্তানদের বিষয়ে কোনো তথ্য গোপন করার ইচ্ছা বা প্রয়াস আমাদের নেই। যে কেউ চাইলে বিষয়টি তদন্ত করতে পারেন। সেনাবাহিনী সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।”
তিনি জানান, গণমাধ্যম চাইলেই সরেজমিন তদন্ত, সাক্ষাৎকার ও হাসপাতাল পরিদর্শন করতে পারে।
আইএসপিআরের হিসাব অনুযায়ী, দুর্ঘটনায় ১৬৫ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ৮ জন, বার্ন ইনস্টিটিউটে ৪৬, ঢাকা মেডিকেলে ৩, সিএমএইচে ২৮, লুবনা জেনারেল হাসপাতালে ১৩, উত্তরা আধুনিক হাসপাতালে ৬০, উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১, ইউনাইটেড হাসপাতালে ২ এবং কুর্মিটোলা হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন।
উল্লেখ্য, গত সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এফটি-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিমানটি উড্ডয়ন করেছিল মাত্র ১২ মিনিট আগে, দুপুর ১টা ৬ মিনিটে। এককভাবে এটি চালাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকীর।
আইএসপিআর গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে বলেছে, তথ্য যাচাই ছাড়া বিভ্রান্তিকর কিছু শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।