চাল ভেঙে পড়লেন পাইলট, জানালেন শিক্ষক - Porikroma News
Connect with us

বাংলাদেশ

চাল ভেঙে পড়লেন পাইলট, জানালেন শিক্ষক

Published

on

চাল ভেঙে পড়লেন পাইলট, জানালেন শিক্ষক
বিমানের পাইলট ও বিধ্বস্ত বিমান। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকীর ইসলাম সাগর আহত অবস্থায় উদ্ধার হলেও পরে মারা যান। কীভাবে তাকে উদ্ধার করা হয়, সেই অভিজ্ঞতা জানিয়েছেন প্রতিষ্ঠানটির শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক নাসিরুল ইসলাম।

বুধবার (২৩ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শিক্ষক নাসিরুল জানান, দুর্ঘটনার সময় প্রচণ্ড শব্দ শুনে তিনি দ্রুত রুম থেকে বেরিয়ে আসেন। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে থাকলে তিনি আশপাশের শিক্ষার্থীদের বাঁচাতে গ্রিল ভেঙে ১২-১৩ জনকে উদ্ধার করেন।

প্রায় আধা ঘণ্টা পর নিজ বিভাগে ফিরে এসে দেখেন পুরো বিভাগ ভেঙে পড়েছে। তখন তিনি ঘরের ভেতরে একটি প্যারাসুট দেখতে পান। এরপর বিমানবাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়ে ঘরের এক কোণায় পাইলটকে পড়ে থাকতে দেখেন। মূলত টিনের চাল ভেঙে তার ঘরের মধ্যেই পাইলট পড়ে যান।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার ১২ মিনিটের মাথায় উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। পাইলট ছিলেন একাই, এবং উড্ডয়নের পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।

Share

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকীর ইসলাম সাগর আহত অবস্থায় উদ্ধার হলেও পরে মারা যান। কীভাবে তাকে উদ্ধার করা হয়, সেই অভিজ্ঞতা জানিয়েছেন প্রতিষ্ঠানটির শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক নাসিরুল ইসলাম।

বুধবার (২৩ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শিক্ষক নাসিরুল জানান, দুর্ঘটনার সময় প্রচণ্ড শব্দ শুনে তিনি দ্রুত রুম থেকে বেরিয়ে আসেন। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে থাকলে তিনি আশপাশের শিক্ষার্থীদের বাঁচাতে গ্রিল ভেঙে ১২-১৩ জনকে উদ্ধার করেন।

প্রায় আধা ঘণ্টা পর নিজ বিভাগে ফিরে এসে দেখেন পুরো বিভাগ ভেঙে পড়েছে। তখন তিনি ঘরের ভেতরে একটি প্যারাসুট দেখতে পান। এরপর বিমানবাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়ে ঘরের এক কোণায় পাইলটকে পড়ে থাকতে দেখেন। মূলত টিনের চাল ভেঙে তার ঘরের মধ্যেই পাইলট পড়ে যান।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার ১২ মিনিটের মাথায় উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। পাইলট ছিলেন একাই, এবং উড্ডয়নের পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।

Share