বাংলাদেশ
উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ১৬

রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।
সোমবার (২১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান।
তিনি জানান, দগ্ধ ও আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের মধ্যে নারী, শিশু ও শিক্ষার্থী রয়েছেন। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশ নেয়।
এর আগে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে মাইলস্টোন কলেজ চত্বরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় সেখানে ক্লাস চলছিল এবং আশপাশে বহু শিক্ষার্থী অবস্থান করছিল।