বাংলাদেশ
উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ১৯

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান উড্ডয়নের ১২ মিনিট পর মাইলস্টোন কলেজে আছড়ে পড়ে। বিমানটিতে আগুন ধরে যায়। বিমানে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির উপস্থিত ছিলেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল জানিয়েছেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট এবং ৬টি অ্যাম্বুলেন্স কাজ করছে। দুপুর ১টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। যুক্ত হয়েছে বিজিবির ২ প্লাটুন সদস্যও।
উত্তরা আধুনিক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আকাশ জানান, অগ্নিদগ্ধ অবস্থায় ১২০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের অধিকাংশের শরীরের ৬০-৭০ শতাংশ পুড়ে গেছে। অধিকাংশই ১৪ থেকে ২০ বছর বয়সী শিক্ষার্থী।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, মঙ্গলবার (২২ জুলাই) এই মর্মান্তিক দুর্ঘটনার কারণে সারাদেশে একদিনের শোক পালন করা হবে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
উদ্ধার তৎপরতা এখনো চলছে, এবং পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করছে বিভিন্ন বাহিনীর সদস্যরা।