বাংলাদেশ
উত্তরায় বিমান বিধ্বস্তে নারী ও শিশুসহ দগ্ধ ৫০

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৫০ জন দগ্ধ হয়েছেন, যাদের অধিকাংশই শিক্ষার্থী।
সোমবার (২১ জুলাই) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, “উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে নারী ও শিশুসহ অন্তত ৫০ জন আমাদের জরুরি বিভাগে এসেছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। আমরা আপাতত প্রাথমিক চিকিৎসা দিচ্ছি।”
স্থানীয়রা জানান, বিকট শব্দে বিমানটি আছড়ে পড়ে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। মাইলস্টোন কলেজের শিক্ষার্থী, পথচারী ও আশপাশের বাসিন্দারা এতে দগ্ধ হন।
ফায়ার সার্ভিস ও সশস্ত্র বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেয়। আহতদের বেশিরভাগকেই জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।