মার্কিন-ইসরায়েলি ত্রাণকেন্দ্রে প্রাণ গেল ৭৪৩ ফিলিস্তিনির - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

মার্কিন-ইসরায়েলি ত্রাণকেন্দ্রে প্রাণ গেল ৭৪৩ ফিলিস্তিনির

Published

on

মার্কিন-ইসরায়েলি ত্রাণকেন্দ্রে প্রাণ গেল ৭৪৩ ফিলিস্তিনির
গাজায় অনাহারে থাকা ফিলিস্তিনিরা একটু ত্রাণ পাওয়ার আশায় মরিয়া হয়ে ত্রাণ বিতরণ কেন্দ্র গুলোতে ছুটোছুটি করেন ফাইল ছবি: রয়টার্স

গাজা উপত্যকায় মার্কিন ও ইসরায়েল সমর্থিত ত্রাণ সংস্থা ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ)-এর ত্রাণ বিতরণকেন্দ্রের আশপাশে নির্বিচার হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭৪৩ ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলায় আহত হয়েছেন আরও ৪ হাজার ৮৯১ জন।

মে মাসের শেষ থেকে গাজায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে জিএইচএফ। সংস্থাটির বিতরণকেন্দ্রগুলোতে খাবার নিতে ভিড় করা মানুষের ওপর বারবার গুলি ও স্ট্যান গ্রেনেড হামলার অভিযোগ ওঠে।

অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে জানা যায়, মার্কিন ভাড়াটে কর্মীদের পাশাপাশি ইসরায়েলি বাহিনীও ত্রাণ নিতে আসা সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে। এক আহত ফিলিস্তিনি মজিদ আবু লাবান বলেন, ‘আমার সন্তানেরা টানা তিন দিন না খেয়ে ছিল। তাই বাধ্য হয়ে ওই ত্রাণকেন্দ্রে গিয়েছিলাম।’

ইতিমধ্যে জিএইচএফ-এর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তবে সংস্থাটি এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাদের কার্যক্রম স্থলগুলোর নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।

গাজায় ইসরায়েলি বাহিনীর টানা হামলা অব্যাহত রয়েছে। রোববার ভোরেও ইসরায়েলের ড্রোন ও বিমান হামলায় ২৭ জন ফিলিস্তিনি নিহত হন। শনিবার ২৪ ঘণ্টায় ৭৮ জন নিহত হয়।

বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় অগ্রগতি নেই। মধ্যস্থতাকারী দেশ কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের প্রস্তাব নিয়ে আলোচনা চললেও হামলা থামেনি।


Share

গাজা উপত্যকায় মার্কিন ও ইসরায়েল সমর্থিত ত্রাণ সংস্থা ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ)-এর ত্রাণ বিতরণকেন্দ্রের আশপাশে নির্বিচার হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭৪৩ ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলায় আহত হয়েছেন আরও ৪ হাজার ৮৯১ জন।

মে মাসের শেষ থেকে গাজায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে জিএইচএফ। সংস্থাটির বিতরণকেন্দ্রগুলোতে খাবার নিতে ভিড় করা মানুষের ওপর বারবার গুলি ও স্ট্যান গ্রেনেড হামলার অভিযোগ ওঠে।

অ্যাসোসিয়েটেড প্রেসের এক প্রতিবেদনে জানা যায়, মার্কিন ভাড়াটে কর্মীদের পাশাপাশি ইসরায়েলি বাহিনীও ত্রাণ নিতে আসা সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে। এক আহত ফিলিস্তিনি মজিদ আবু লাবান বলেন, ‘আমার সন্তানেরা টানা তিন দিন না খেয়ে ছিল। তাই বাধ্য হয়ে ওই ত্রাণকেন্দ্রে গিয়েছিলাম।’

ইতিমধ্যে জিএইচএফ-এর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তবে সংস্থাটি এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাদের কার্যক্রম স্থলগুলোর নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।

গাজায় ইসরায়েলি বাহিনীর টানা হামলা অব্যাহত রয়েছে। রোববার ভোরেও ইসরায়েলের ড্রোন ও বিমান হামলায় ২৭ জন ফিলিস্তিনি নিহত হন। শনিবার ২৪ ঘণ্টায় ৭৮ জন নিহত হয়।

বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনায় অগ্রগতি নেই। মধ্যস্থতাকারী দেশ কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের প্রস্তাব নিয়ে আলোচনা চললেও হামলা থামেনি।


Share