আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জবাবে বিশ্বমঞ্চে চীনের শক্তি প্রদর্শন

যুক্তরাষ্ট্র যখন জাতীয় নিরাপত্তার অজুহাতে চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, অনেক বিশ্লেষকের মতে তা ছিল মূলত অ্যাপলকে বাজারে টিকিয়ে রাখার কৌশল। তবে হুয়াওয়ে সেই চাপের মুখে থেমে থাকেনি—বরং তারা জবাব দিয়েছে প্রযুক্তিতে বিপ্লব ঘটিয়ে।
বর্তমানে হুয়াওয়ে শুধু উন্নত স্মার্টফোনই নয়, ট্যাবলেট, ল্যাপটপ, নিজস্ব অপারেটিং সিস্টেম এবং স্বচালিত ইলেকট্রিক গাড়ির মতো উচ্চপ্রযুক্তিপণ্য তৈরি করছে। তারা অ্যাপল ছাড়াও মাইক্রোসফট, গুগল ও টেসলার মতো বিশ্ব প্রযুক্তি জায়ান্টদের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা শুধু হুয়াওয়ের নয়, বরং চীনা প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনেরও ইঙ্গিত দিচ্ছে।