বাংলাদেশ
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশন অফিস হচ্ছে

বাংলাদেশে হতে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) একটি মিশন শাখা। আজ রবিবার (২৯ জুন) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানান।
তিনি বলেন, ‘জাতিসংঘের মানবাধিকারবিষয়ক অফিস ওএইচসিএইচআরের একটি মিশন শাখা বাংলাদেশে খোলার জন্য দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। এর উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং নীতিগতভাবে সমঝোতা স্মারক অনুমোদিত হয়েছে। বিষয়টি চূড়ান্ত হলে ওএইচসিএইচআরের হাইকমিশনার ফলকার টুর্কের কাছে পাঠানো হবে। অনুমোদন হলে দ্রুতই এ অফিস চালু হবে।’
উপদেষ্টা জানান, এই মানবাধিকার অফিসটি প্রাথমিকভাবে তিন বছরের জন্য স্থাপিত হবে। দ্বিতীয় বছর শেষে দুই পক্ষ চাইলে তা নবায়নের সুযোগ থাকবে।
ওএইচসিএইচআর বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে কাজ করে। সংস্থাটি সম্প্রতি বাংলাদেশে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন, বিচারবহির্ভূত হত্যা, নির্বিচার গ্রেপ্তার এবং মতপ্রকাশের স্বাধীনতায় দমন-পীড়ন নিয়ে একটি ১১৪ পৃষ্ঠার বিশদ প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ১ হাজার ৪০০ মানুষের মৃত্যুর তথ্য এবং সহিংসতায় হাজার হাজার আহত হওয়ার বিষয় তুলে ধরা হয়। এই প্রেক্ষাপটে বাংলাদেশে মানবাধিকার রক্ষায় জাতিসংঘের এই অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।