বাংলাদেশ
উমামা ফাতেমার বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে স্পষ্ট বক্তব্য

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন সংগঠনটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে তিনি বলেন, “আমি বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো বিষয়েই কথা বলতে, এমনকি একটি শব্দও খরচ করতে ইচ্ছুক না।”
তিনি আরও জানান, বর্তমানে এই প্ল্যাটফরমের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও এই বিষয়ে কোনো আগ্রহ থাকবে না। উমামা বলেন, “আমি গত বছরের ১০ আগস্টেই বলেছিলাম, বৈষম্যবিরোধী প্ল্যাটফরম বন্ধ করে এটিকে ছাত্র ও নাগরিকদের বৃহত্তর ঐক্যবদ্ধ প্ল্যাটফরমে রূপান্তর করা যেত। এতে গণ-অভ্যুত্থানে জনগণের বৃহত্তর অংশকে সম্পৃক্ত করা সম্ভব হতো।”
উল্লেখ্য, ছাত্র আন্দোলন এবং বৈষম্যবিরোধী সংগঠন নিয়ে সম্প্রতি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে উমামা ফাতেমার মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।