ইরাকে তুরস্কের ১২ সেনা নিহত - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

ইরাকে তুরস্কের ১২ সেনা নিহত

Published

on

ইরাকে তুরস্কের ১২ সেনা নিহত
তুরস্কের সেনারা। ছবি : সংগৃহীত

ইরাকে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে তুরস্ক। দেশটিতে মিথেন গ্যাসের বিষক্রিয়ায় এক অভিযানে তুরস্কের অন্তত ১২ সেনা নিহত হয়েছেন।

সোমবার (৭ জুলাই) বিবিসির প্রতিবেদনে জানানো হয়, উত্তর ইরাকের একটি গুহায় তল্লাশি অভিযানের সময় ১৯ সেনা গুরুতর অসুস্থ হন। পরে হাসপাতালে নেওয়ার পর ১২ সেনার মৃত্যু হয়।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, মিথেন গ্যাস সরাসরি বিষাক্ত না হলেও ঘনবদ্ধ স্থানে এটি শ্বাসরোধকারী হয়ে মারাত্মক প্রাণঘাতী হয়ে উঠতে পারে। কিভাবে গুহার ভেতরে বিপজ্জনক মাত্রায় মিথেন জমে ছিল, তা এখনো স্পষ্ট নয়।

২০২২ সালের মে মাসে তুরস্ক পরিচালিত ‘অপারেশন ক্ল্যাউ লক’ অভিযানে নিহত এক সেনার মরদেহ উদ্ধারের জন্য এই অভিযান চালানো হয়। এ সময় পিকেকে গোষ্ঠীর বিরুদ্ধে তুর্কি বাহিনীর বিমান ও স্থল অভিযান চলে।

উল্লেখ্য, পিকেকে চার দশকের সশস্ত্র সংগ্রামের পর চলতি বছরের মার্চে যুদ্ধবিরতি ঘোষণা করে এবং মে মাসে নিজেদের সশস্ত্র শাখা বিলুপ্তির ঘোষণা দেয়।

Share

ইরাকে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে তুরস্ক। দেশটিতে মিথেন গ্যাসের বিষক্রিয়ায় এক অভিযানে তুরস্কের অন্তত ১২ সেনা নিহত হয়েছেন।

সোমবার (৭ জুলাই) বিবিসির প্রতিবেদনে জানানো হয়, উত্তর ইরাকের একটি গুহায় তল্লাশি অভিযানের সময় ১৯ সেনা গুরুতর অসুস্থ হন। পরে হাসপাতালে নেওয়ার পর ১২ সেনার মৃত্যু হয়।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, মিথেন গ্যাস সরাসরি বিষাক্ত না হলেও ঘনবদ্ধ স্থানে এটি শ্বাসরোধকারী হয়ে মারাত্মক প্রাণঘাতী হয়ে উঠতে পারে। কিভাবে গুহার ভেতরে বিপজ্জনক মাত্রায় মিথেন জমে ছিল, তা এখনো স্পষ্ট নয়।

২০২২ সালের মে মাসে তুরস্ক পরিচালিত ‘অপারেশন ক্ল্যাউ লক’ অভিযানে নিহত এক সেনার মরদেহ উদ্ধারের জন্য এই অভিযান চালানো হয়। এ সময় পিকেকে গোষ্ঠীর বিরুদ্ধে তুর্কি বাহিনীর বিমান ও স্থল অভিযান চলে।

উল্লেখ্য, পিকেকে চার দশকের সশস্ত্র সংগ্রামের পর চলতি বছরের মার্চে যুদ্ধবিরতি ঘোষণা করে এবং মে মাসে নিজেদের সশস্ত্র শাখা বিলুপ্তির ঘোষণা দেয়।

Share