তুরস্কে হযরত মোহাম্মদ সা ব্যঙ্গচিত্রের অভিযোগে তুমুল বিক্ষোভ - Porikroma News
Connect with us

অপরাধ

তুরস্কে হযরত মোহাম্মদ সা ব্যঙ্গচিত্রের অভিযোগে তুমুল বিক্ষোভ

Published

on

তুরস্কে হযরত মোহাম্মদ সা ব্যঙ্গচিত্রের অভিযোগে তুমুল বিক্ষোভ
ছবিসূত্র : এএফপি

তুরস্কের ইস্তানবুলে একটি ম্যাগাজিনে হযরত মোহাম্মদ সা এর ব্যঙ্গচিত্র প্রকাশের অভিযোগ ঘিরে তুমুল বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সোমবার রাতে ঘটনাস্থলে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস ব্যবহার করে বলে জানায় এএফপি।

ঘটনার সূত্রপাত হয় লেমান ম্যাগাজিনের গত ২৬ জুনের সংখ্যায় একটি কার্টুন প্রকাশের পর। এতে ধর্মীয় মূল্যবোধকে অপমান করা হয়েছে বলে অভিযোগ ওঠে। প্রধান কৌঁসুলি অফিস জানায়, ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় ম্যাগাজিনের সম্পাদনা পরিষদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সাদা-কালো ছবিতে দেখা যায় আকাশে ভাসমান দুটি চরিত্রের কথোপকথন। তবে ম্যাগাজিনের প্রধান সম্পাদক তুনচায় আকগুন দাবি করেন এটি নবীজি সা এর ব্যঙ্গচিত্র নয় বরং ইসরায়েলি হামলায় নিহত এক মুসলিমের নাম মোহাম্মদ ব্যবহার করা হয়েছে।

এদিকে, কার্টুনিস্টসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লেমান অফিসও দখলে নেওয়া হয়েছে বলে জানায় স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া। রাষ্ট্রপতির প্রেস সহকারী জানান ম্যাগাজিনের শীর্ষ কর্তাদের বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে।

লেমান দাবি করেছে এটি ধর্মীয় অনুভূতিকে হেয় করার উদ্দেশ্যে নয় বরং নিরীহ মুসলিমদের ধর্মীয় অধিকারের চিত্রায়ন। তবু ঘটনাটি ইস্তানবুলের কেন্দ্রস্থলে সংঘর্ষে রূপ নেয়।

বিচারমন্ত্রী ইয়িলমাজ তুনচ বলেন, ধর্মীয় পবিত্রতা নিয়ে কৌতুক বা ব্যঙ্গ কোনো স্বাধীনতা দিতে পারে না। গভর্নর দাভুত গুলও ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানান।

সম্পাদক আকগুন এটিকে ফ্রান্সের শার্লি হেবদোর ঘটনার মতো উদ্দেশ্যপ্রণোদিত উসকানি বলে উল্লেখ করেছেন।

Share

তুরস্কের ইস্তানবুলে একটি ম্যাগাজিনে হযরত মোহাম্মদ সা এর ব্যঙ্গচিত্র প্রকাশের অভিযোগ ঘিরে তুমুল বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সোমবার রাতে ঘটনাস্থলে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস ব্যবহার করে বলে জানায় এএফপি।

ঘটনার সূত্রপাত হয় লেমান ম্যাগাজিনের গত ২৬ জুনের সংখ্যায় একটি কার্টুন প্রকাশের পর। এতে ধর্মীয় মূল্যবোধকে অপমান করা হয়েছে বলে অভিযোগ ওঠে। প্রধান কৌঁসুলি অফিস জানায়, ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় ম্যাগাজিনের সম্পাদনা পরিষদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সাদা-কালো ছবিতে দেখা যায় আকাশে ভাসমান দুটি চরিত্রের কথোপকথন। তবে ম্যাগাজিনের প্রধান সম্পাদক তুনচায় আকগুন দাবি করেন এটি নবীজি সা এর ব্যঙ্গচিত্র নয় বরং ইসরায়েলি হামলায় নিহত এক মুসলিমের নাম মোহাম্মদ ব্যবহার করা হয়েছে।

এদিকে, কার্টুনিস্টসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লেমান অফিসও দখলে নেওয়া হয়েছে বলে জানায় স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া। রাষ্ট্রপতির প্রেস সহকারী জানান ম্যাগাজিনের শীর্ষ কর্তাদের বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে।

লেমান দাবি করেছে এটি ধর্মীয় অনুভূতিকে হেয় করার উদ্দেশ্যে নয় বরং নিরীহ মুসলিমদের ধর্মীয় অধিকারের চিত্রায়ন। তবু ঘটনাটি ইস্তানবুলের কেন্দ্রস্থলে সংঘর্ষে রূপ নেয়।

বিচারমন্ত্রী ইয়িলমাজ তুনচ বলেন, ধর্মীয় পবিত্রতা নিয়ে কৌতুক বা ব্যঙ্গ কোনো স্বাধীনতা দিতে পারে না। গভর্নর দাভুত গুলও ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানান।

সম্পাদক আকগুন এটিকে ফ্রান্সের শার্লি হেবদোর ঘটনার মতো উদ্দেশ্যপ্রণোদিত উসকানি বলে উল্লেখ করেছেন।

Share