আন্তর্জাতিক
ট্রাম্পের পাল্টা শুল্ক কার্যকরের সময়সীমা বাড়ল

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক এড়াতে আলোচনার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া ৯০ দিনের সময়সীমা শেষ হচ্ছে ৯ জুলাই। তবে বাংলাদেশসহ বেশিরভাগ দেশের অনুরোধে পাল্টা শুল্ক কার্যকরের সময়সীমা ১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন।
শুল্ক কার্যকরের সময়সীমা বাড়ানোর পাশাপাশি ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যেসব দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়নি, তাদের নতুন শুল্কের হার জানিয়ে চিঠি পাঠানো হবে। প্রথম ধাপে ১২ থেকে ১৫টি দেশকে চিঠি পাঠানোর কাজ আজ সোমবার দুপুর ১২টায় শুরু হবে।
মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জানান, ১ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হবে। বাণিজ্য ঘাটতির অজুহাতে গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্র ন্যূনতম ১০ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করে। পরে ৯ এপ্রিল তা ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছিল।
এদিকে, যুক্তরাজ্য ও ভিয়েতনাম ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে। বাংলাদেশের পক্ষ থেকেও আলোচনার জন্য বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
ভারত, থাইল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও শুল্ক ইস্যুতে ইতিবাচক অগ্রগতি হয়েছে। ইইউর বাণিজ্য মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্প ও ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েনের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।