ঘুম ভাঙিয়ে ট্রাম্পের ফোন, জানালেন অভিবাসী ও পুতিন নিয়ে হতাশা - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

ঘুম ভাঙিয়ে ট্রাম্পের ফোন, জানালেন অভিবাসী ও পুতিন নিয়ে হতাশা

Published

on

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পফাইল ছবি: এএফপি

হঠাৎ করেই সাংবাদিকদের ফোন করা যেন অভ্যাসে পরিণত করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে বিবিসির উত্তর আমেরিকাবিষয়ক প্রধান সংবাদদাতা গ্যারি ওডনহিউর সঙ্গে। হোয়াইট হাউস থেকে ফোন যায় ঠিক তখনই, যখন ঘুমিয়ে ছিলেন গ্যারি।

পেনসিলভানিয়ার বাটলারে ট্রাম্পকে হত্যাচেষ্টার এক বছর পূর্তির দিনে এই ফোনালাপে উঠে আসে নানান প্রসঙ্গ। বাটলার হামলা নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প অস্বস্তি প্রকাশ করেন। বলেন, ‘‘এ নিয়ে বেশি ভাবতে চাই না। কারণ এটা জীবন বদলে দিতে পারে।’’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে হতাশা জানিয়ে ট্রাম্প বলেন, ‘‘প্রায় কাউকেই আমি বিশ্বাস করি না। তবে পুতিনের সঙ্গে কাজ এখনো শেষ হয়নি।’’

অভিবাসন ইস্যুতে ট্রাম্প জানালেন, অবৈধ অভিবাসীদের দ্রুত বিতাড়নে কাজ চলছে। তবে নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করতে অস্বীকৃতি জানান তিনি।

ন্যাটো ইস্যুতেও অবস্থান বদলেছেন ট্রাম্প। একসময় এই সামরিক জোটকে অচল বললেও এখন বলছেন, ‘‘ন্যাটো আগের চেয়ে অনেক ভালো। আমরা ন্যাটোকে বদলে দিয়েছি।’’

এমন এক আকস্মিক ফোনালাপে ট্রাম্পের অভিমত ও অবস্থান নতুন করে বিশ্বমিডিয়ার আলোচনায় এসেছে।

Share

হঠাৎ করেই সাংবাদিকদের ফোন করা যেন অভ্যাসে পরিণত করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে বিবিসির উত্তর আমেরিকাবিষয়ক প্রধান সংবাদদাতা গ্যারি ওডনহিউর সঙ্গে। হোয়াইট হাউস থেকে ফোন যায় ঠিক তখনই, যখন ঘুমিয়ে ছিলেন গ্যারি।

পেনসিলভানিয়ার বাটলারে ট্রাম্পকে হত্যাচেষ্টার এক বছর পূর্তির দিনে এই ফোনালাপে উঠে আসে নানান প্রসঙ্গ। বাটলার হামলা নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প অস্বস্তি প্রকাশ করেন। বলেন, ‘‘এ নিয়ে বেশি ভাবতে চাই না। কারণ এটা জীবন বদলে দিতে পারে।’’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে হতাশা জানিয়ে ট্রাম্প বলেন, ‘‘প্রায় কাউকেই আমি বিশ্বাস করি না। তবে পুতিনের সঙ্গে কাজ এখনো শেষ হয়নি।’’

অভিবাসন ইস্যুতে ট্রাম্প জানালেন, অবৈধ অভিবাসীদের দ্রুত বিতাড়নে কাজ চলছে। তবে নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করতে অস্বীকৃতি জানান তিনি।

ন্যাটো ইস্যুতেও অবস্থান বদলেছেন ট্রাম্প। একসময় এই সামরিক জোটকে অচল বললেও এখন বলছেন, ‘‘ন্যাটো আগের চেয়ে অনেক ভালো। আমরা ন্যাটোকে বদলে দিয়েছি।’’

এমন এক আকস্মিক ফোনালাপে ট্রাম্পের অভিমত ও অবস্থান নতুন করে বিশ্বমিডিয়ার আলোচনায় এসেছে।

Share