ইইউ-মেক্সিকোর ওপর ৩০% শুল্ক আরোপ ট্রাম্পের - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

ইইউ-মেক্সিকোর ওপর ৩০% শুল্ক আরোপ ট্রাম্পের

Published

on

ইইউ-মেক্সিকোর ওপর ৩০% শুল্ক আরোপ ট্রাম্পের
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং মেক্সিকো থেকে আমদানি করা সকল পণ্যের ওপর ৩০ শতাংশ হারে শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক চিঠির মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।

মেক্সিকোর প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে পাঠানো চিঠিতে ট্রাম্প জানান, মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন এবং ফেন্টানাইল পাচার রোধে কিছু পদক্ষেপ নিলেও তা যথেষ্ট নয়। তিনি অভিযোগ করেন, অঞ্চলটিকে মাদক কারবারিদের নিয়ন্ত্রণে যেতে দেওয়া হচ্ছে।

অপরদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ইইউর সঙ্গে দীর্ঘদিনের বাণিজ্য ঘাটতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। ট্রাম্প দাবি করেন, এই ‘পারস্পরিক শুল্ক’ ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ন্যায্যতা ফিরিয়ে আনা হবে।

এ ঘোষণার মাধ্যমে ট্রাম্প এ পর্যন্ত ২৪টি দেশ ও ইইউর ২৭ সদস্যের ওপর নতুন শুল্ক আরোপ করলেন। এর আগে, গত ২ এপ্রিল বাংলাদেশসহ বেশিরভাগ বাণিজ্য অংশীদারের ওপর শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছিলেন। পরে বিশ্বজুড়ে সমালোচনার মুখে তা ৯০ দিনের জন্য স্থগিত করা হয়।

গত ৭ জুলাই দ্বিতীয় দফায় বাংলাদেশ, জাপান, দক্ষিণ কোরিয়াসহ ১৪টি দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করেন ট্রাম্প। ৯ জুলাই আরও আটটি দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করেন। এবার ইইউ ও মেক্সিকোকে অন্তর্ভুক্ত করায় বৈশ্বিক বাণিজ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ১ আগস্টের পর এই শুল্ক আর পেছানো হবে না এবং কোনো ছাড়ের সুযোগও থাকবে না।


Share

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং মেক্সিকো থেকে আমদানি করা সকল পণ্যের ওপর ৩০ শতাংশ হারে শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক চিঠির মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।

মেক্সিকোর প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে পাঠানো চিঠিতে ট্রাম্প জানান, মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন এবং ফেন্টানাইল পাচার রোধে কিছু পদক্ষেপ নিলেও তা যথেষ্ট নয়। তিনি অভিযোগ করেন, অঞ্চলটিকে মাদক কারবারিদের নিয়ন্ত্রণে যেতে দেওয়া হচ্ছে।

অপরদিকে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ইইউর সঙ্গে দীর্ঘদিনের বাণিজ্য ঘাটতি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। ট্রাম্প দাবি করেন, এই ‘পারস্পরিক শুল্ক’ ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ন্যায্যতা ফিরিয়ে আনা হবে।

এ ঘোষণার মাধ্যমে ট্রাম্প এ পর্যন্ত ২৪টি দেশ ও ইইউর ২৭ সদস্যের ওপর নতুন শুল্ক আরোপ করলেন। এর আগে, গত ২ এপ্রিল বাংলাদেশসহ বেশিরভাগ বাণিজ্য অংশীদারের ওপর শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছিলেন। পরে বিশ্বজুড়ে সমালোচনার মুখে তা ৯০ দিনের জন্য স্থগিত করা হয়।

গত ৭ জুলাই দ্বিতীয় দফায় বাংলাদেশ, জাপান, দক্ষিণ কোরিয়াসহ ১৪টি দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করেন ট্রাম্প। ৯ জুলাই আরও আটটি দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করেন। এবার ইইউ ও মেক্সিকোকে অন্তর্ভুক্ত করায় বৈশ্বিক বাণিজ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ১ আগস্টের পর এই শুল্ক আর পেছানো হবে না এবং কোনো ছাড়ের সুযোগও থাকবে না।


Share