আন্তর্জাতিক
ট্রাম্পের ভিডিওতে ওবামার গ্রেপ্তার, তীব্র বিতর্ক

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এআই-নির্ভর একটি ভিডিও প্রকাশ করে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২১ জুলাই) ভিডিওটি পোস্ট করার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে এফবিআই এজেন্টরা গ্রেপ্তার করছে। শুরুতেই ওবামাকে বলতে শোনা যায়, “প্রেসিডেন্টরাও আইনের ঊর্ধ্বে নন।” এরপর বিভিন্ন রাজনীতিবিদের বক্তব্যের দৃশ্য দেখানো হয়। একপর্যায়ে ওভাল অফিসে প্রবেশ করে এফবিআই, ওবামাকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। তখন একটি চেয়ারে বসে হাসতে দেখা যায় ট্রাম্পকে। ভিডিওর শেষাংশে ওবামা জেলের পোশাকে কমলা ইউনিফর্মে দাঁড়িয়ে আছেন।
সবচেয়ে বিতর্কের বিষয় হলো—ভিডিওটি এআই-নির্মিত হলেও ট্রাম্প কোনো সতর্কবার্তা বা ডিসক্লেইমার দেননি। অনেক ব্যবহারকারী এটি বাস্তব ভেবে বিভ্রান্ত হন। ফলে উঠেছে ব্যাপক সমালোচনার ঝড়।
বিশ্লেষকরা বলছেন, এমন স্পর্শকাতর ও বিভ্রান্তিকর ভিডিও প্রকাশ করে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন ট্রাম্প। কেউ কেউ একে উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক হীন প্রচারণাও বলছেন।
বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা প্রযুক্তির অপব্যবহার ও রাজনৈতিক শিষ্টাচার নিয়েও গভীর উদ্বেগের জন্ম দিয়েছে।