উপদেষ্টা আসিফের বাবার গ্রেফতার চাইলেন ট্রিপল হত্যাকাণ্ডের শিকার পরিবার - Porikroma News
Connect with us

জাতীয়

উপদেষ্টা আসিফের বাবার গ্রেফতার চাইলেন ট্রিপল হত্যাকাণ্ডের শিকার পরিবার

Published

on

উপদেষ্টা আসিফের বাবার গ্রেফতার চাইলেন ট্রিপল হত্যাকাণ্ডের শিকার পরিবার
জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন কুমিল্লার মুরাদনগরে ট্রিপল মার্ডারে নিহত পরিবারের সদস্য রুমা আক্তার। পাশে রয়েছেন পরিবারের অন্যান্য সদস্যরা, যাঁরা বিচারের দাবি জানাচ্ছেন। ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে মর্মান্তিক ট্রিপল মার্ডারের ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতদের পরিবারের সদস্য রুমা আক্তার। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

রুমা বলেন, গত ৩ জুলাই তার মা, ভাই ও বোনকে কুপিয়ে হত্যা করা হয় এবং তাকেও হত্যার চেষ্টা চালানো হয়। ভাগ্যক্রমে তিনি বেঁচে গেলেও, প্রধান অভিযুক্ত বিল্লাল হোসেনের নাম বাদ দিয়ে পুলিশ ইচ্ছাকৃতভাবে মামলার কাঠামো বদলে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি জানান, এলাকার রাজনৈতিক ও সামাজিক প্রভাবের কারণে তার মাকে দীর্ঘদিন ধরে হয়রানি করা হচ্ছিল। স্থানীয় গোষ্ঠীগত বৈঠকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় তার পরিবারের তিন সদস্যকে। হত্যার আগে রাতে গোপন বৈঠকে এই হত্যার ছক কষা হয় বলেও তিনি উল্লেখ করেন।

রুমা আরও জানান, মামলার পুনঃতদন্ত ও পুনঃবিন্যাস প্রয়োজন এবং আসিফ মাহমুদের বাবাকে দ্রুত গ্রেফতার করতে হবে। নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা পরিবারটি বর্তমানে আত্মগোপনে রয়েছে।

সংবাদ সম্মেলনে রুমা বলেন, “আমাদের পরিবারের আর কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, তার দায় সম্পূর্ণ আসিফ মাহমুদ ও তার পরিবারের।”

Share

কুমিল্লার মুরাদনগরে মর্মান্তিক ট্রিপল মার্ডারের ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতদের পরিবারের সদস্য রুমা আক্তার। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

রুমা বলেন, গত ৩ জুলাই তার মা, ভাই ও বোনকে কুপিয়ে হত্যা করা হয় এবং তাকেও হত্যার চেষ্টা চালানো হয়। ভাগ্যক্রমে তিনি বেঁচে গেলেও, প্রধান অভিযুক্ত বিল্লাল হোসেনের নাম বাদ দিয়ে পুলিশ ইচ্ছাকৃতভাবে মামলার কাঠামো বদলে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি জানান, এলাকার রাজনৈতিক ও সামাজিক প্রভাবের কারণে তার মাকে দীর্ঘদিন ধরে হয়রানি করা হচ্ছিল। স্থানীয় গোষ্ঠীগত বৈঠকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় তার পরিবারের তিন সদস্যকে। হত্যার আগে রাতে গোপন বৈঠকে এই হত্যার ছক কষা হয় বলেও তিনি উল্লেখ করেন।

রুমা আরও জানান, মামলার পুনঃতদন্ত ও পুনঃবিন্যাস প্রয়োজন এবং আসিফ মাহমুদের বাবাকে দ্রুত গ্রেফতার করতে হবে। নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা পরিবারটি বর্তমানে আত্মগোপনে রয়েছে।

সংবাদ সম্মেলনে রুমা বলেন, “আমাদের পরিবারের আর কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, তার দায় সম্পূর্ণ আসিফ মাহমুদ ও তার পরিবারের।”

Share