রাজধানীতে চলন্ত ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু - Porikroma News
Connect with us

বাংলাদেশ

রাজধানীতে চলন্ত ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

Published

on

রাজধানীতে চলন্ত ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর বিমানবন্দর থানার আশকোনা এলাকায় চলন্ত ট্রেনের ধাক্কায় এক তরুণের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. সোহেল মিয়া (২৫)

ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাতে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ জানান, সোহেল হাজী ক্যাম্প–সংলগ্ন রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় তিনি আহত হন।

নিহত সোহেলের পূর্ব পরিচিত মো. হাসান জানান, তিনি উত্তরার একটি বেসরকারি প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে চাকরি করতেন এবং স্থানীয় কাওলা এলাকায় থাকতেন। নিহত সোহেল ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মো. শহিদুল্লাহর ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই দুর্ঘটনায় এলাকাবাসী ও পথচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Share

রাজধানীর বিমানবন্দর থানার আশকোনা এলাকায় চলন্ত ট্রেনের ধাক্কায় এক তরুণের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. সোহেল মিয়া (২৫)

ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার রাতে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ জানান, সোহেল হাজী ক্যাম্প–সংলগ্ন রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় তিনি আহত হন।

নিহত সোহেলের পূর্ব পরিচিত মো. হাসান জানান, তিনি উত্তরার একটি বেসরকারি প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে চাকরি করতেন এবং স্থানীয় কাওলা এলাকায় থাকতেন। নিহত সোহেল ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মো. শহিদুল্লাহর ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই দুর্ঘটনায় এলাকাবাসী ও পথচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Share