টঙ্গীতে ম্যানহোলে পড়ে গেলেন নারী - Porikroma News
Connect with us

দুর্ঘটনা

টঙ্গীতে ম্যানহোলে পড়ে গেলেন নারী

Published

on

টঙ্গী, গাজীপুর, ম্যানহোল দুর্ঘটনা, নারী আহত, ফায়ার সার্ভিস, সড়ক দুর্ঘটনা, হোসেন মার্কেট, ইম্পেরিয়াল হাসপাতাল
ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে সড়কের পাশে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে গেছেন অজ্ঞাত এক নারী। রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ইম্পেরিয়াল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী হেঁটে যাওয়ার সময় অসাবধানতাবশত খোলা ম্যানহোলে পড়ে যান। উপস্থিত লোকজন উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে একটি ইউনিট দ্রুত এসে উদ্ধার অভিযান শুরু করে।

ঘটনাস্থলে থাকা টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘আমি নিজে ঘটনাস্থলে আছি। নারী এখনও উদ্ধার হয়নি, অভিযান চলছে।’

রাত সাড়ে ১০টা পর্যন্ত ওই নারীকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Share

গাজীপুরের টঙ্গীতে সড়কের পাশে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে গেছেন অজ্ঞাত এক নারী। রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ইম্পেরিয়াল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী হেঁটে যাওয়ার সময় অসাবধানতাবশত খোলা ম্যানহোলে পড়ে যান। উপস্থিত লোকজন উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে একটি ইউনিট দ্রুত এসে উদ্ধার অভিযান শুরু করে।

ঘটনাস্থলে থাকা টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘আমি নিজে ঘটনাস্থলে আছি। নারী এখনও উদ্ধার হয়নি, অভিযান চলছে।’

রাত সাড়ে ১০টা পর্যন্ত ওই নারীকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Share