টঙ্গীতে ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ, মহাসড়ক রণক্ষেত্র - Porikroma News
Connect with us

বাংলাদেশ

টঙ্গীতে ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ, মহাসড়ক রণক্ষেত্র

Published

on

টঙ্গীতে ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ, মহাসড়ক রণক্ষেত্র
টঙ্গীর গাজীপুরা এলাকায় ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষে ঢাকা-ময়মনসিংহ রণক্ষেত্র। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসা নিয়ে বিরোধের জেরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছে। শনিবার (২৮ জুন) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত গাজীপুরা স্যাটার্ন গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন ও পথচারী আহত হন। আতঙ্কে মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।

জানা যায়, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা ও টঙ্গী ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুনের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ আটক হয়নি তবে তদন্ত চলছে। এর আগে গত ২৩ মে একই ইস্যুতে সংঘর্ষে ৮ জন আহত ও ২ পুলিশ সদস্য আহত হয়েছিলেন।

এ বিষয়ে বিএনপি নেতা কাজী হুমায়ুন বলেন, “আমার প্রতিষ্ঠানের নামে বৈধ চুক্তিপত্র রয়েছে। হালিম মোল্লা ষড়যন্ত্র করে হামলা চালিয়েছে।” তবে হালিম মোল্লা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান জানান, “পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ ঘটেছে। তদন্ত চলছে।”

Share

গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসা নিয়ে বিরোধের জেরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছে। শনিবার (২৮ জুন) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত গাজীপুরা স্যাটার্ন গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন ও পথচারী আহত হন। আতঙ্কে মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।

জানা যায়, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা ও টঙ্গী ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুনের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ আটক হয়নি তবে তদন্ত চলছে। এর আগে গত ২৩ মে একই ইস্যুতে সংঘর্ষে ৮ জন আহত ও ২ পুলিশ সদস্য আহত হয়েছিলেন।

এ বিষয়ে বিএনপি নেতা কাজী হুমায়ুন বলেন, “আমার প্রতিষ্ঠানের নামে বৈধ চুক্তিপত্র রয়েছে। হালিম মোল্লা ষড়যন্ত্র করে হামলা চালিয়েছে।” তবে হালিম মোল্লা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান জানান, “পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ ঘটেছে। তদন্ত চলছে।”

Share